g রতনপুর-ছাতিয়াইন-নাসিরনগর সড়কের বেহাল দশা | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ২২শে সেপ্টেম্বর, ২০১৭ ইং ৭ই আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

রতনপুর-ছাতিয়াইন-নাসিরনগর সড়কের বেহাল দশা

AmaderBrahmanbaria.COM
ডিসেম্বর ১১, ২০১৫

---

নাসিরনগর সংবাদদাতা : ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরের  উত্তরে এলজিইডি বিভাগের অত্যন্ত ব্যস্ততম রতনপুর-ছাতিয়াইন-ফান্দাউক-নাসিরনগর সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চরম দূর্ভোগের শিকার হচ্ছে সাধারণ মানুষ। সংস্কারাভাবে এটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।  বর্তমানে সিএনজি-টেম্পো কিংবা রিকশা যোগে সড়কটি দিয়ে প্রতিদিন অগনিত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। সরেজমিনে ঘুরে দেখা গেছে, রতনপুর-ছাতিয়াইন-ফান্দাউক-নাসিরনগর সড়কের রতনপুর-ছাতিয়াইন পর্যন্ত কার্পেটিং ও কংক্রিট উঠে গিয়ে এবং ভেঙে সড়কে ছোট-বড় খানা-খন্দের সৃষ্টি হয়েছে। ফলে বর্তমানে রতনপুর থেকে ছাতিয়াইন পযর্ন্ত সড়কে যানবাহন চলাচলে ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। এই সড়ক দিয়ে টেম্পো,অটোরিকশায় (সিএনজি) চলাচল করতে গিয়ে প্রায় উল্টে খাদে পড়ে হতাহতের ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়ছে না। এ সড়কের ছাতিয়াইন বাজারে গিয়ে কথা হয় একাধিক সিএনজি ও টেম্পু চালকের সাথে। তারা জানায় এ রাস্তা দিয়ে গাড়ি চালাতে গিয়ে আতংকে থাকি। এলাকাবাসী জানায়,নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের বেশ কিছু গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা রতনপুর-ছাতিয়াইন-ফান্দাউক সড়ক। এলজিইডি বিভাগের আওতাধীন রতনপুর-ছাতিয়াইন-ফান্দাউক সড়কের জরার্জীণ অবস্থা। বেশী বেহাল দশায় পরিণত হয়েছে রতনপুর-ছাতিয়াইন পর্যন্ত। অথচ এ পরিস্থিতিতে দূর্ঘটনার ঝুকি নিয়েই প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করছে।  রসিকতা করে কেউ কেউ এ রাস্তাটির নাম দিয়েছে কোমড় ভাঙ্গা রোড। সড়কটি সংস্কারের জন্য ভুক্তভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন। 

এ জাতীয় আরও খবর