আশুগঞ্জে জাতীয় শোক দিবসে আওয়ামীলীগের ব্যাপক আয়োজন
---
আশুগঞ্জ প্রতিনিধি.: কাল ১৫ আগষ্ট বাঙ্গালীর শোকের দিন। স্বাধীন বাংলাদেশের স্থপতি ও বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪০ শাহাদাৎ বাষির্কী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে দিন ব্যাপী নানান কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকালে উপজেলা শহরের দলীয় অফিসে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিত করণ, বঙ্গবন্ধু প্রতিকৃতিতে মাল্যদান, কালো ব্যাজ ধারণ, মিলাদ মাহফিল ও কাঙ্গালী ভোজ বিতরণ এবং বিকালে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্বে করবেন আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক হাজী মাহবুবুর রহমান। প্রতিটি কর্মসূচি সাফল্য ও সার্থক করার জন্য উপজেলার প্রতিটি দলীয় নেতাকর্মীকে উপস্থিত থাকার জন্য সবিনয় অনুরোধ জানিয়েছে আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক মো.হানিফ মুন্সি। পাশপাশি তিনি অনুষ্ঠান পালনে স্থানীয় প্রশাসনের ও সহযোগিতা কামনা করছেন।

আশুগঞ্জে ডায়াবেটিকসে মৃত্যুকে হত্যার অভিযোগে মামলা অতিরিক্ত পুলিশ সুপারের পরির্দশন

আশুগঞ্জে শ্রমিকের লাশ উদ্ধার
আশুগঞ্জ নৌবন্দর থেকে নৌযান চলাচল বন্ধ
আশুগঞ্জে মুক্তিযোদ্ধার জায়গা দখলের অভিযোগ,থানায় জিডি
আশুগঞ্জে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে আহত ৫
টানা বর্ষণে আশুগঞ্জে চাতালকল ব্যবসায়ীদের কয়েক কোটি টাকা লোকসান ও কর্মহীন হয়ে বিপাকে পড়েয়ে চাতাল শ্রমিকরা।