সরাইলে নৌকাডুবি : ৮ ঘন্টা পর যুবকের লাশ উদ্ধার করেছে স্বজনরা
---
সরাইল প্রতিনিধি : সরাইলের নৌকাডুবিতে নিখোজ আরো এক যুবকের লাশ পাওয়া গেছে। গতকাল শনিবার ভোরে কাকরিয়া গ্রামের কাছে নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয় লোকজন। তার নাম জসিম মিয়া (৩০)। কুলিয়ারচরের কামালিয়া কান্দি এলাকার কাসেম আলীর ছেলে সে। তবে লাশ উদ্ধারে প্রশাসনের কোন তৎপরতা ছিল না। অরুয়াইল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জানিয়েছেন, ভোর বেলা দিকে নদীতে লাশ দেখতে পেয়ে লোকজন তাকে খবর দেন। এরপর তিনি সরাইল থানায় খবর দেন। কিন্তু দুপুর আড়াইটা পর্যন্ত লাশটি উদ্ধার হয়নি। সরাইল থানার অফিসার ইনচার্জ আলী আরশাদ তার স্বজনরা এলে লাশ উদ্ধার করে দিয়ে দিতে বলেন। ৮ ঘন্টা পর জসিমের ছোট ভাই শামীম সহ তার স্বজনরা এসে দুপুর দেড়টার দিকে নদী থেকে লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের ২ ঘন্টা পর বিকেল সাড়ে তিনটায় ঘটনাস্থলে পৌঁছে সূরতহাল রিপোর্ট করেন এস আই মশিহুর রহমান। অফিসার ইনচার্জ আলী আরশাদ লাশ নদীতে ভাসছে এ খবর পাওয়ার কথা স্বীকার করে বলেন, চেয়ারম্যানকে লাশটি তার স্বজনদের দিয়ে দিতে বলেছি। জানা গেছে, জসিম অরুয়াইল বাজারে ফেরী করে আচার বিক্রি করতো। বৃহস্পতিবারের নৌকাডুবির ঘটনায় এ নিয়ে ৫ জনের লাশ পাওয়া গেল। ঐদিন উপজেলার অরুয়াইল ইউনিয়নের সেতরা নদীতে ঢেউয়ের কবলে অতিরিক্ত যাত্রী বোঝাই একটি নৌকা ডুবে গেলে তাদের মৃত্যু হয়। ঘটনার পরপর ৩ জন,এরপর শুক্রবার ১ জনের এবং আজ আরো ১ জনের লাশ পাওয়া গেছে। স্থানীয় লোকজন জানান- নৌকাটিতে কিশোরগঞ্জের বাজিতপুরের কয়েকজন যাত্রী ছিলো বলে তাদের ধারনা।