g ভারতীয় চ্যানেলের জনপ্রিয়তার কারণ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বুধবার, ১৮ই অক্টোবর, ২০১৭ ইং ৩রা কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

ভারতীয় চ্যানেলের জনপ্রিয়তার কারণ

AmaderBrahmanbaria.COM
জুলাই ৯, ২০১৫

---

বিনোদন প্রতিবেদক বাংলাদেশি টিভি দর্শকদের পছন্দের তালিকায় ভারতীয় নাটকগুলো নিজস্ব অবস্থান গড়ে নিতে পেরেছে। গুণগত মান ভাল বলেই ভারতীয় নাটকে বাংলাদেশিরা ঝুঁকছে।
একটি আন্তর্জাতিক সংস্থার জরিপে দেখা যায়, বাংলাদেশে অনেক বিনোদনমূলক টিভি চ্যানেল থাকলেও জনপ্রিয়তার দিক থেকে ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসা ও জি বাংলা যথাক্রমে ৩য় ও ৭ম স্থানে রয়েছে।
ভারতীয় বাংলা চ্যানেলগুলোর মূল আর্কষণ হলো নাটক ও কিছু রিয়েলিটি শো।
বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশি নাটকে এখন আর মন নেই কারোরই। বিজ্ঞাপনের অত্যাচারে অতিষ্ট হয়ে পড়েছে নারী-পুরুষ সবাই। আর সেই কারণে ইন্ডিয়ান টিভির সিরিয়ালে ঝুঁকে পড়েছে অনেকেই।
এ বিষয়ে অবসরপ্রাপ্ত শিক্ষিকা নার্গিস জাকিয়া বলেন, হঠাৎ করে জি বাংলার ‘রাশি’ নাটকটি আমার চোখে পড়ে। নাটকটি শুরু থেকেই ভাল লেগেছে। কিন্তু বেশ কিছুদিন যাওয়ার পর দেখতে পেলাম যে নাটকটির ঘটনার বাস্তবতা খুবই কম। তারপরও এটা সত্য যে, বাংলাদেশি নাটক, টেলিফিল্ম এমনকি সিনেমাও অনেকেই তেমনটা দেখতে চান না। এর প্রধান কারণ বিজ্ঞাপনের আধিক্য। ৩০ মিনিটের একটি নাটকে অসংখ্য বিজ্ঞাপন দেখায় বাংলাদেশি টিভি চ্যানেলগুলো। এতে বিরক্ত হয়ে ভারতীয় স্টার জলসা, জি টিভির মতো চ্যানেলগুলোতে আকৃষ্ট হয়ে পড়ছেন বাংলাদেশিরা।’
শিক্ষিকা জাকিয়ার কথার প্রতিধ্বনি শোনা যায়, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের টেলিভিশন ও চলচিত্র অধ্যয়ন বিভাগের অধ্যাপক শফিউল আলম ভূঁইয়ার কণ্ঠে। তিনি বলেন, বাংলাদেশি টিভি চ্যানেলগুলোতে এত বেশি বিজ্ঞাপন দেয় যে তার অত্যাচারেই তারা ভারতীয় চ্যানেলগুলোর দিকে ঝুঁকে পড়েছে। বাংলাদেশি টিভিতে বিজ্ঞাপনের ফাঁকে ফাঁকে ঘুরে আসে ভারতীয় টিভি চ্যানেলগুলোতে।
তিনি আরো বলেন, আরেকটি বিষয় হলো ভারতীয় শিল্পীদের অভিনয়ের মান বাংলাদেশ থেকে ভাল। আমাদের টেলিভিশনগুলোতে যে নাটক হচ্ছে, সেগুলো মানসম্মত নয়।
প্রবীণ অভিনেতা নির্মাতা মামুনুর রশিদ বলেন, বাংলাদেশে এক দশকে অনেক টিভি চ্যানেল হয়েছে এবং একই সাথে নাটকের পরিমাণও বেড়েছে। কিন্তু এই বৃদ্ধির সাথে সাথে মান তো বাড়েনি বরং নেমেছে। আর এ নেমে যাওয়ার কারণে নাটকে যে গল্প তার মান থাকছে না। তাছাড়া এতগুলো চ্যানেলের শিল্পীসংকটও উপেক্ষার নয়।
সূত্র মতে, বাংলাদেশে বর্তমানে ২৩টি স্যাটেলাইট মিডিয়া সম্প্রচার করছে এবং ১৮টি চ্যানেল আসার অপেক্ষায় আছে।
বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনের অনুষ্ঠান বিভাগের প্রধান শামীম শাহিদ বলেন, আমরা যখন ভারতীয় চ্যানেলগুলো দেখতে যাই তখন আমাদেরকে একটি কার্ড কিনতে হয় আর সেই কার্ডটি ইনস্ট্রল করতে হয়। অথবা ক্যাবল অপারেটরকে টাকা দিতে হয়, তারা সেই টাকা দিয়ে কার্ডটি কিনে নেন। তাছাড়া এতোগুলো টিভি চ্যানেল আসার পর নানা রকম অভিজ্ঞতার প্রয়োজন হয়। আমরা মনে করি একটু সময় দিলে পুরাপুরি গোছানো জায়গাতে চলে আসবে বাংলাদেশি স্যাটেলাইট চ্যানেলগুলো। এছাড়া প্রফেশনাল লোকদেরকে সিদ্ধান্তের জায়গায় বসাতে হবে। খবর বিবিসির।

এ জাতীয় আরও খবর