আহম্মেদ শরীফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
            AmaderBrahmanbaria.COM
            
          
              জুন ২২, ২০১৫
            
          ---
অপরাধ ডেস্ক : চেক প্রতারণা মামলায় চলচ্চিত্র অভিনেতা আহম্মেদ শরীফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান এ পরোয়ানা জারি করেন।
              বাদীপক্ষের অন্যতম আইনজীবী রোকন রেজা পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।
              রোকন রেজা জানান, এক কোটি ৬৭ লাখ টাকার একটি চেক ডিজঅনার মামলায় আহম্মেদ শরীফকে সমন দেয়া হয়েছিল। সময় পেয়েও তিনি আদালতে না আসায় তার বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। মোশাররফ হোসেন সুমন নামক জনৈক ব্যবসায়ী এ মামলাটি দায়ের করেছিলেন।
 
         সরাইলে আজ শিশু হালিমার বিয়ে দাওয়াত পেয়েছেন ইউপি সদস্যরা
সরাইলে আজ শিশু হালিমার বিয়ে দাওয়াত পেয়েছেন ইউপি সদস্যরা
                

 এনএসআই পরিচালক হলেন জিয়াউল আহসান
এনএসআই পরিচালক হলেন জিয়াউল আহসান
                 তুর্কি রাষ্ট্রদূত প্রত্যাহারের খবর সত্য নয়: শাহরিয়ার
তুর্কি রাষ্ট্রদূত প্রত্যাহারের খবর সত্য নয়: শাহরিয়ার
                