সোমবার, ১লা মে, ২০১৭ ইং ১৮ই বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

আশুগঞ্জে সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

AmaderBrahmanbaria.COM
মার্চ ২৩, ২০১৫

IMG_1456আশুগঞ্জ প্রতিনিধি : দেশব্যাপী বিএনপিসহ ২০দলীয় জোটের নেতা-কমীদের উপর হামলা, মামলা, গুম, হত্যা, নির্যাতন ও বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ দ্রুত পরিবারের নিকট ফিরিয়ে দেয়ার দাবিতে  সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে মিছিলটি উপজেলা শহরের শ্রম কল্যাণ কেন্দ্র থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই জায়গায় গিয়ে সমাবেশ করে। সমাবেশে  উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুস সালাম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক কামাল হোসেন জয়, সিনিয়র সহ-সভাপতি আসাদ খান, সহ-সভাপতি জসিম উদ্দিন খান, বাদল মাধুর, মোশারফ খান, জুয়েল সরকার, ফরহাদ মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক সানজারি সরকার চঞ্চল, ইউনূছ ভূইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক খোকন মিয়া, বাহাউদ্দিন মুন্সী, প্রচার সম্পাদক উজ্জল সরকার, সহ-প্রচার সম্পাদক ছানাউল্লাহ, দপ্তর সম্পাদক আল-আমিন সাবের, সহ-দপ্তর সম্পাদক ফয়সল আহমেদ, সমাজ কল্যান সম্পাদক ফারুক মিয়া, সহ-সমাজ কল্যান সম্পাদক মোছা মিয়া, অর্থ সম্পাদক এবি জাকারিয়া ভূইয়া, সহ-অর্থ সম্পাদক বিল্লাল ভূইয়া, কার্যকরি সদস্য নজরুল ইসলাম সরকার, হানিফ মিয়া,শাহনূরী সরকার, শামীম, রিপন সিকদার, নাছির বকশি, ফারুক আহমেদ, জহির মিয়া, স্বপন মাহমুদ, উপজেলা যুবদল নেতা আমজাদ হোসেন প্রমুখ। 
বক্তারা বলেন, অবিলম্বে বিএনপিসহ ২০ দলের নেতা-কমীদের উপর নির্যাতন বন্ধ ও বিএনপি যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানান। আর না হলে আরো কঠোর আন্দোলনের  ডাক দেওয়া হবে।