g ৪ উইকেটে জয় পাকিস্তানের | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ৬ই অক্টোবর, ২০১৭ ইং ২১শে আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

৪ উইকেটে জয় পাকিস্তানের

AmaderBrahmanbaria.COM
আগস্ট ২৩, ২০১৪

---

sl pkলঙ্কান পেসার কুলাসেকেরার বলে বাউন্ডারি হাঁকিয়ে পাকিস্তানকে জয় এনে দিলেন শহিদ আফ্রিদি। শেষ ওভারে জয়রে জন্য পাকিস্তানের দরকার ছিল ৫ রানের । তবে কুলাসেকেরার নিয়ন্ত্রিত বোলিংয়ে একসময় জয় পেতে পাকিস্তানের সামনে সমীকরণ দাঁড়ায় ২ বলে ২ রানের। তবে এক বল হাতে রেখেই ৪ উইকেটের জয় নিশ্চিত করে পাকিস্তান। হাম্বানটোটায় সিরিজের প্রথম ওয়ানডেতে ষষ্ঠ উইকেটে ম্যাচজয়ী ১৪৭ রানের জুটি  গড়েন ফাওয়াদ আলম ও সোহেব মাকুসদ। ব্যক্তিগত ৬২ রানে আলম নিজের উইকেট দিলেও মাকসুদ থাকেন অবিচল । ৭৩ বলে ৮৯ রানের অপরাজিত ইনিংসে পাকিস্তানের জয়ের নায়ক মাকসুদই। জয় নিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সফরকারী পাকিস্তান এগিয়ে গেল ১-০তে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৭৬ রানের টার্গেটে পরীক্ষা দিচ্ছিল পাকিস্তান। এতে ১১ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪৭/২। আর দলীয় ৯৪ রানে ওপেনার আহমেদ শেহজাদের উইকেট হারিয়ে  ফের চাপে পড়ে পাকিস্তান। ব্যক্তিগত ৪৯ রানে আউট হন শেহজাদ। এতে ২২ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ১০৬/৪। আর অল্পতে উইকেট দিয়ে দলকে ফের চাপে ফেলেন অধিনায়ক মিসবাহ উল হক। তবে পাকিস্তানের আশা ধরে রাখেন লোয়ার অর্ডার দুই ব্যাটসম্যান  ফাওয়াদ আলম ও সোহেব মাকসুদ। ওপেনিংয়ে ৩৯ রানের জুটিতে পাকিস্তানের শুরুটা ভাল হলেও অল্প ব্যবধানে দুই উইকেট হারায় সফরকারীরা। ৮ রানের ব্যবধানে উইকেট দিয়ে সাজঘরে ফেরেন পাকিস্তান ওপেনার মোহাম্মদ হাফিজ ও ওয়ানডাউন ব্যাটসম্যান ইউনুস খান। শ্রীলঙ্কার বল হাতে শুরুর দুই ্উইকেট নেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। পরে দুই উইকেট পান পেস তারকা থিসারা পেরেরা। হাম্বানটোটায় টস হেরে আগে ব্যাটিংয়ে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয় ২৭৫/৭এ। ৮৫ বলে ৮৯ নম্বর রানের দারুণ ইনিংস খেলেন লঙ্কান অধিনায়ক ম্যাথিউস। সদ্য টেস্ট ক্রিকেটকে বিদায় দেয়া লঙ্কান ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে খেলেন ৬৬ বলে ৬৩ রানের কার্যকরী ইনিংস। পাকিস্তানের বল হাতে ৫০ রানে ৩ উইকেট নেন পেস তারকা ওয়াহাব রিয়াজ। 

 

এ জাতীয় আরও খবর