রাতে বন্ধ থাকায় কাঁঠালবাড়ী ঘাটে কয়েকশ’ গাড়ির জট
অনলাইন ডেস্ক: রাতভর বন্ধ থাকার পর সোমবার সকাল থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী উভয় ঘাট থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। তবে রাতে প্রায় সাড়ে ১১ ঘণ্টা ফেরি বন্ধ থাকায় ঘাটে কয়েকশ’ যানবাহনের জট সৃষ্টি হয়েছে।
কাঁঠালবাড়ী ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া সকাল থেকে ফেরি চলাচালের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ড্রেজিং কার্যক্রম চলমান থাকায় রবিবার রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত সব ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। পরে সোমবার সকাল সাড়ে ৭টায় কাঁঠালবাড়ী ঘাটে থাকা একটি কে-টাইপ ফেরি শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে গেছে এবং শিমুলিয়া থেকে ফেরিগুলো কাঁঠালবাড়ী ঘাটে আসছে। আশা করি, এতে ফেরি চলাচল কিছুটা সচল হবে।
বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে, পদ্মা নদীতে নাব্য সংকটের কারণে গত শুক্রবার থেকেই ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। ঘাটে দীর্ঘক্ষণ অপেক্ষা করে ছোট গাড়িগুলো পার করা হলেও অনেক গাড়ি বিকল্প রুট দৌলতদিয়া-পাটুরিয়াতেও ফিরে গেছে। বিডি-প্রতিদিন