মঙ্গলবার, ১৭ই জুলাই, ২০১৮ ইং ২রা শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ

আবারও সালমানের বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক: কৃষ্ণসার হরিণ হত্যার অপরাধে দু’দিন জেলে থাকার পর জামিনে ছাড়া পেয়েছিলেন সালমান খান। কিন্তু এরপরও চিন্তা কমছে না তার। কারণ, ভাইজানের জামিনের আদেশ বিরোধিতা করে হাইকোর্টে পূণরায় মামলা করার আবেদন জানাবে রাজস্থানের বিষ্ণোই সম্প্রদায়। এনডিটিভির খবর।

খবরে বলা হয়েছে, বিষ্ণোই সম্প্রদায়ের প্রতিনিধিরা মনে করেন সালমান জামিন পাওয়ার কারণে তাদের আইনি লড়াই প্রশ্নবিদ্ধ হয়েছে। এমনকি নিজেদের মান সম্মানে আঘাতসহ নানা সমস্যায় পড়ছেন তারা। এ কারণেই ফের সালমানের বিরুদ্ধে উচ্চতর আদালতে আবেদন করবেন তারা।

বিষ্ণোই টাইগার ফোর্স সংগঠনের নেতা রামনিবাস ধোরি এনডিটিভিকে বলেছেন, ‘আমাদের কাছে দিনগুলো অনেক কষ্টের। কারণ একজন প্রানী হত্যাকারী সাজা পেয়েও মাত্র দুদিন জেলে থেকে বেরিয়ে গেছে।’

টাইগার ফোর্সের আরেক নেতা রণনিবাস বুধনাগর জানিয়েছেন, সালমানের পক্ষে জামিনের আদেশটি ভালোভাবে পরীক্ষা করছেন তারা। আইনি পরামর্শও নেওয়ার পর তারা উচ্চতর আদালতে জামিনের বিরোধিতা করে আবেদন জানাবেন।

শুধু সালমান খান নয় টাবু, সাইফ আলি খান, সোনালী বেন্দ্রে এবং নীলমের শাস্তির দাবিতেও উচ্চতর আদালতে আবেদন করবেন তারা।

এ জাতীয় আরও খবর

পাকিস্তানে আওয়ামী মুসলিম লীগ প্রধানসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা

সন্তানের মুখে খাবার দিতে নগ্ন হতেন, পেতেন ৫০ টাকা

‘ফিফটি ফিফটি লাভ’ নিয়ে আসছেন শাহরিয়াজ

অভিনেত্রী রিতা ভাদুরী মারা গেছেন

ভারতে নিষিদ্ধ, অন্য দেশে পুরস্কৃত যেসব ছবি

এক সপ্তাহ ধরে বিসিকের মহাব্যবস্থাপক নিখোঁজ