বিশ্বকাপে রাশিয়ান তরুণীদের সে ক্স নিষেধাজ্ঞা প্রত্যাহার
নিউজ ডেস্ক।। ফুটবল বিশ্বকাপ উপভোগ করতে লাখ লাখ বিদেশি দর্শক আসেন। আর এই দর্শকদের মনোরঞ্জন করতে সেক্স কালচার চালু আছে এখনো। তাই যে দেশে খেলা অনুষ্ঠিত হয় সেখানকার তরুণীরা সাধারণত বিদেশি পর্যটকদের সঙ্গে যৌন সম্পর্ক করে থাকেন।
তবে এর বাইরে থাকতে চেয়েছিল রাশিয়া। তাই রাশিয়ান রাজনীতিক, পার্লামেন্টের পরিবার, নারী ও শিশু বিষয়ক কমিটির চেয়ারম্যান তামারা প্লেটনিওভা রাশিয়ান তরুণীদের বিদেশিদের সঙ্গে সেক্স না করতে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু বিষয়টি ভাল মনে হয়নি দেশটির প্রেসিডেন্ট পুতিনের কাছে। তিনি তামারার ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছেন।
পুতিন বলেন, বিদেশি পর্যটকরা এসেছেন রাশিয়ায় বিশ্বকাপ উপভোগ করতে। তাদের সঙ্গে রাশিয়ান নারী বা যুবতীদের সেক্স নিষিদ্ধ থাকতে পারে না।
আরও : দুই সন্তান রেখে প্রবাসীর স্ত্রী উধাও পরকীয়া প্রেমিকের সঙ্গে
তামারা রাশিয়ান নারীদের সতর্ক করে বলেছিলেন, তারা যেন বিদেশি পর্যটকদের শয্যাসঙ্গী না হন। কারণ এতে দেশে সিঙ্গেল মায়ের সংখ্যা বেড়ে যাবে। এ ছাড়া এইচআইভিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি তো আছেই। তার মধ্যে অর্থের লোভে পড়ে বা প্রেমে পড়ে যেভাবেই হোক রাশিয়ান নারীদের এমন অসামঞ্জস্যপূর্ণ সম্পর্কে জড়ানোর কোনো শুভ অর্থ হতে পারে না।
কিন্তু শেষ অবধি তামারার এসব যুক্তি পুতিনের কাছে গ্রহণযোগ্য হয়নি। তিনি বললেন, রাশিয়ান নারীদের ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয়া যাবে না।
পুতিনের মুখপাত্র, সাবেক প্রেসিডেন্ট দমিত্রি মেদভেদেভ বলেছেন, সব দেশই একে অন্যকে বর্ণবাদী, সমকামী হিসেবে আখ্যায়িত করে। এ নিয়ে বিশ্বকাপে নাক গলানোর কিছু নেই।