‘হানিমুন’ দিয়ে পুরস্কার জিতলেন শুভশ্রী
বিনোদন ডেস্ক: ‘হানিমুন’ এর জন্য পুরস্কার! এটা তো হবার কথা নয়! তবে হ্যাঁ ঘটতেও পারে এমন ঘটনা। যদি ব্যক্তিটি হন চলচ্চিত্র জগতের কেউ। আর ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী হলে তো কথাই নেই!
সুরিন্দর ফিল্মস এবং গ্রিন টাচ এন্টারটেনমেন্টের যৌথ প্রযোজনায় কিছুদিন আগে মুক্তি পেয়েছে প্রেমেন্দুবিকাশ চাকীর ছবি ‘হানিমুন’।
সেই ছবির জন্য সদ্য টেলি সিনে অ্যাওয়ার্ড পেলেন নায়িকা।
আরও : গোটা ছবিতে একা অভিনয় করে গিনেস বুকে রেকর্ড করেছিলেন সুনীল দত্ত!
নিজের টুইটার অ্যাকাউন্টেই এক পোস্টে একথা জানান সম্প্রতি পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসা শুভশ্রী।
আনন্দবাজার পত্রিকা বলছে, এই ছবিতে সোহমের সঙ্গে স্ক্রিন শেয়ার করছিলেন শুভশ্রী। জমজমাট হাসির এই গল্পে দীর্ঘ দিন পর বড়পর্দায় ফিরেছেন রঞ্জিত মল্লিক।
সমরেশ বসুর গল্প অবলম্বনে চিত্রনাট্য লিখেছিলেন পদ্মনাভ দাশগুপ্ত। ছবির গানের দায়িত্ব সামলেছিলেন স্যাভি। বাবা যাদব কোরিওগ্রাফ করেছিলেন।
সব মিলিয়ে হাসির রোলার কোস্টারে দর্শকদের পৌঁছে দিয়েছিল টিম ‘হানিমুন’। এতে শুভশ্রীর চরিত্রের নাম ছিল জয়তী।