বাংলাদেশিকে মালয়েশিয়ার অভিবাসন কর্তার মারের ঘটনা ভাইরাল (ভিডিও)
অনলাইন ডেস্ক: বাংলাদেশি নাগরিকের গায়ে হাত তোলায় মালয়েশিয়ার এক অভিবাসন কর্মকর্তাকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে। অভিযুক্ত ওই ব্যক্তি তার হাতে থাকা কলম বা এ জাতীয় কিছু একটা দিয়ে বাংলাদেশির মাথায় বারবার আঘাত করেন। দেশটির অভিবাসন বিভাগের ডিরেক্টর জেনারেল দাতুক সেরি মুস্তাফার আলী জানিয়েছেন, তাকে চাকরিচ্যুত করা হতে পারে।
মারার পর বাংলাদেশির হাত ধরে স্ক্যানারে বসিয়ে ‘এখানে এখানে’ বলে চিৎকার করছিলেন। তবে ওই কর্মকর্তা কেন মেজাজ হারিয়েছিলেন তা এখনো স্পষ্ট নয়।
আরও : চীনা কোম্পানির সঙ্গে তথ্য আদান-প্রদান করেছে ফেসবুক
গত ৩০ মে সকাল ৯টায় মালয়েশিয়ার জোহার বাহরু শহরে এ ঘটনা ঘটেছে। ওই ঘটনার ১০ সেকেন্ডের একটি ভিডিও এখন ইন্টারনেটে ভাইরাল। সূত্র: স্ট্রেইট টাইমস