ঝটিকা সফরে ঢাকায় আশীষ বিদ্যার্থী
বিনোদন প্রতিবেদক : হঠাৎ করেই রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে হাজির হন নন্দিত বলিউড অভিনেতা আশীষ বিদ্যার্থী। উপস্থিত দর্শক ও নাট্যকর্মীদের জন্য বিষয়টি বেশ সারপ্রাইজই ছিল। গত শুক্রবার বিকেলে নাট্য সংগঠন বটতলা আয়োজন করেছিল ‘আপোস না সাহস’শীর্ষক মুক্ত আড্ডা।
তারুণ্যদীপ্ত নাট্য সংগঠন বটতলার জনপ্রিয় নাটক ‘ক্রাচের কর্নেল’। এই নাটকটি নিয়ে আলোচনা-সমালোচনা এবং পরামর্শসহ নাটকের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে আগ্রহীদেরকে আড্ডায় আমন্ত্রণ জানানো হয়।
আরও : চীনা কোম্পানির সঙ্গে তথ্য আদান-প্রদান করেছে ফেসবুক
কিন্তু বটতলার প্রচারণায় ছিলো না অভিনেতা আশীষ বিদ্যার্থীর নাম। হঠাৎ করেই বটতলার অনুষ্ঠানে হাজির হন আশীষ বিদ্যার্থী।
‘ক্রাচের কর্নেল’নাটকের নির্দেশক মোহাম্মদ আলী হায়দার আরটিভি অনলাইনকে বলেন, “বটতলার সঙ্গে আশীষ বিদ্যার্থীর আগে থেকেই যোগাযোগ ছিল। আশীষ বিদ্যার্থী সিনেমায় অভিনয় করে যেমন তারকা, আবার আমাদের কাছে তিনি তো থিয়েটারের মানুষ। এখনও মঞ্চে তিনি নিয়মিত অভিনয় করেন।”
হায়দার আরও বলেন, “শুক্রবার সকালে আশীষ দা ফোন করে বললেন, বিকেলে তোমাদের অনুষ্ঠানে আসছি। আমি এখন ঢাকায় আছি। এরপর তার উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে ভিন্ন মাত্রা দিয়েছে। অনুষ্ঠানে আশীষ দা অভিনয় বিষয়ক বক্তৃতা করেছেন, যা আমাদের ঢাকার নাট্যশিল্পীদের জন্য অনন্য অভিজ্ঞতা।”