গাজায় নোঙর করা ফিলিস্তিনি নৌকায় ইসরায়েলের বিমান হামলা
গাজায় নোঙর করে রাখা দু’টি নৌকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার চালানো এ হামলায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে, ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ফিলিস্তিনি সংগঠন হামাসের নৌ-বাহিনীর একটি সামরিক লক্ষ্যে বিমান হামলা চালানো হয়েছে।
আরও : ইফতারে সুস্বাদু বুন্দিয়া রায়তা
উল্লেখ্য, ৩০ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত পরবর্তী ছয় সপ্তাহকে ফিলিস্তিনিদের ‘ভূমি দিবস’ হিসেবে পালন কর্মসূচির শেষ দুইদিনে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরকে কেন্দ্র করে বিক্ষোভ জোরালো হয়ে উঠলে ৬২ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এতে আহত হয় আরো ২৭শ’ ফিলিস্তিনি। নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণের ঘটনায় স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
গাজার বাসিন্দারা জানান, বুধবারের বিমান হামলার পর নৌকা দু’টিতে আগুন ধরে যায়। নৌকা দু’টি একটি নৌবহরের সঙ্গে গাজায় পৌঁছানোর জন্য রাখা হয়েছিল। ইসরায়েল গাজার ওপর নৌ-অবরোধও আরোপ করে রেখেছে। তারা সেখানে অন্যকোনও নৌকাকেও যেতে বাধা দিয়ে আসছে। হারেৎজ