নারীদের রোজা কখন স্থগিত?
নারীদের যারা রোজা পালনের শর্তগুলোর আওতায় থাকবে; তাদের জন্য রোজা পালন করা আবশ্যক। তবে হায়েজ ও নিফাসের কারণে যে কয়টা রোজা ভঙ্গ হবে; ওই রোজাগুলো পরবর্তী সময়ে আদায় করে নিতে হবে। উত্তম হলো পরবর্তী বছর রমজান আসার আগেই তা আদায় করা নেয়া।
আবার অনেকের ওপর রোজা ফরজ হওয়ার শর্ত পাওয়া যাওয়া সত্বেও সাময়িক অবস্থার প্রেক্ষিতে তাৎক্ষণিক রোজা রাখার বিধান স্থগিত থাকে। আর তা হলো,
আরও : ইফতারে সুস্বাদু বুন্দিয়া রায়তা
* নারীদের হায়েয বা ঋতুস্রাব। যা প্রত্যেক প্রাপ্ত বয়স্ক নারীদের প্রতি মাসে হয়ে থাকে, যদি সে গর্ভবতী না হয়। এবং
* নিফাস (সন্তান জন্মদান পরবর্তী সময়) থেকে পবিত্র থাকা। কারণ নারীরা হাফেজ ও নিফাস চলাকালীন সময়ে অপবিত্র থাকে। আর অপবিত্র থাকা অবস্থায় রোজা রাখা যায় না।