সুস্মিতাকে যৌন হেনস্থা করল ১৫ বছরের কিশোর!
বিনোদন ডেস্ক : ভিড়ের সুযোগে নারীদের হেনস্থার ঘটনার কথা প্রায়ই শোনা যায়। এ বার হেডলাইনে এল বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের জীবনের ঠিক এমনই এক ঘটনা।
কিছু দিন আগেই ১৫ বছর বয়সী এক কিশোর ভিড়ের সুযোগে সুস্মিতাকে শারীরিক হেনস্থা করে বলে অভিযোগ। সেই অভিজ্ঞতার কথা সম্প্রতি প্রকাশ্যে এনেছেন এই নায়িকা।
সুস্মিতা সাংবাদিকদের বলেন, ‘ছয় মাস আগে একটি অ্যাওয়ার্ড ফাংশনে ১৫ বছরের একটা ছেলে আমার সঙ্গে মিস বিহেভ করে। অনেকে হয়তো ভাবেন, সঙ্গে বডিগার্ড থাকে বলে আমাদের এ ধরনের সমস্যায় পড়তে হয় না। কিন্তু ১০ জন বডিগার্ড থাকলেও আমরা যখন ১০০ জনের সামনে যাচ্ছি এমন সমস্যা ডিল করতে হয়।’
আরও : ইফতারে সুস্বাদু বুন্দিয়া রায়তা
সুস্মিতা শেয়ার করেছেন, সে দিন তিনি ছেলেটিকে ডেকে বোঝান। তাকে বলেন, ওই পরিস্থিতিতে যদি তিনি কাঁদতে শুরু করতেন তাহলে ছেলেটির জীবন শেষ হয়ে যেত।
নায়িকার কথায়, ‘আমার মনে হয়, ওই ধরনের আচরণ যে কোনও এন্টারটেনমেন্ট নয়, বরং গুরুতর অপরাধ, সেটা সে জানত না।’
ছেলেটি নিজের ভুল বুঝতে পেরেছিল বলে দাবি করেছেন সুস্মিতা।
এ জাতীয় আরও খবর

ঈদ আনন্দ রাঙাতে এলো আসিফ-জেনির গান

পরীমনি, সৌন্দর্য ধরলেন সেলফিতে

‘সবার বাসনা কামনার শুভকামনা রইল’

জ্যাকুলিনের সঙ্গে নতুন প্রেমে সালমান!
