আফগানিস্তানে বোমার বিস্ফোরণে নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে একটি বোমাবোঝাই কন্টেইনার বিস্ফোরিত হয়ে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৮ জন। কর্মকর্তারা জানিয়েছেন, কান্দাহার শহরে নিরাপত্তার বাহিনীর সদস্যরা ওই কন্টেইনার সরানোর সময় সেটির বিস্ফোরণ ঘটলে এই হতাহতের ঘটনা ঘটে। খবর আল-জাজিরার। কান্দাহারের মীরওয়েস হাসপাতালের প্রধান নেমাতুল্লাহ বারাক বলেছেন, ১৬ জনকে মৃত এবং ৩৮ জনকে আহতাবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
তিনি বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ঘটনাস্থলে আমাদের আরও দুটি অ্যাম্বুলেন্স রয়েছে। কারণ সেখানে ধ্বংসাবশেষের নিচে আরও মানুষ থাকতে পারে।
প্রাদেশিক গভর্নরের মুখপাত্র দাউদ আহমাদি মৃতের সংখ্যা নিশ্চিত করে জানিয়েছেন, নিহতদের মধ্যে চারজন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছে।
আরও : ইফতারে সুস্বাদু বুন্দিয়া রায়তা
তিনি বলেন, এ ঘটনায় অন্তত পাঁচ শিশু আহত হয়েছেন। মুখপাত্র দাউদ বলেন, ওই বিস্ফোরণে আশপাশের অনেক দোকান ও ঘরবাড়ি বিধ্বস্ত বা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
ওই বিস্ফোরণে আহত হয়েছেন ২৯ বছর বয়সী আব্দুল সালেহ। তিনি বলেন, বিস্ফোরণের শব্দ ছিল ‘শক্তিশালী বজ্রপাতের মতো’। তিনি বার্তা সংস্থা এপিকে বলেন, আমি অজ্ঞান হয়ে যাই এবং পরে নিজেকে হাসপাতালের বিছানায় দেখতে পাই।
তবে ওই বিস্ফোরণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়। কর্মকর্তারা প্রথমে বলেছিলেন, বোমাবোঝাই একটি মিনিবাস এই বিস্ফোরণের কারণ। তবে পরে তারা জানায়, একটি মেকানিক কারখানায় বিস্ফোরকবোঝাই দুটি কন্টেইনার এই বিস্ফোরণের কারণ।
এদিকে কেউ এই হামলার দায় স্বীকার করেনি। তবে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি এই বিস্ফোরণের নিন্দা জানিয়েছেন।