বৃহস্পতিবার, ২৬শে এপ্রিল, ২০১৮ ইং ১৩ই বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ

‘ইসিকে সরকার সহায়তা না করলে সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়’

নির্বাচন কমিশনকে সরকার সহায়তা না করলে সুষ্ঠ নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন। তাঁর মতে স্থানীয় সরকার নির্বাচন গাজীপুর ও খুুলনা নির্বাচনে নির্বাচন কমিশনকে সরকার সহযোগিতা এবং স্বাধীনভাবে কাজ করতে দিলেই সুষ্ঠ নির্বাচন সম্ভব।

সোমবার জাতীয় প্রেসক্লাবে সুশাসনের জন্য নাগরিক ( সুজন) এর আয়োজনে ‘সিটি করপোরেশন নির্বাচন নাগরিকভাবনা’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচন কমিশনের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা বিধান করলে নির্বাচন জনগণের অংশগ্রহণমূলক ও উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হওয়া সম্ভব।

তিনি প্রশ্ন রেখে বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণের নির্বাচন কী জাতীয় নির্বাচনের আগে হওয়া সম্ভব? এ নির্বাচন সমুহে অংশগ্রহণকারী সকল দল ও ব্যক্তির জন্য সময় ও সুযোগ নিশ্চিত করা হবে।

amadershomoy.com

Print Friendly, PDF & Email