ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৫ টি মামলা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ভ্রাম্যমান আদালত। এ সময় শহরের কাজীপাড়া দরগা মহল্লার ও টি.এ রোডসহ বিভিন্ন এলাকায় বাসা-বাড়ি ও ব্যবসায় প্রতিষ্ঠানে খুঁটি থেকে বাইপাস করে সরাসরি বিদ্যুৎ সংযোগের দায়ে ৫ টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। রবিবার দুপুরে কুমিল্লাস্থ বিদ্যুৎ আদালতের সিনিয়র জুিডশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারকারীদের বিরুদ্ধে ২৫ হাজার ইউনিটের বিদ্যুৎ অবৈধভাবে ব্যবহার করার দায়ে পৃথক ৫ টি মামলা করা হয়।
অভিযানকালে বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামানসহ উর্দ্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। কুমিল্লাস্থ বিদ্যুৎ আদালতের সিনিয়র জুিডশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান বলেন, অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসাবে আজকের অভিযান পরিচালিত হয়। সরাসরি খুঁটি থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করায় ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সিস্টেম লস কমাতে প্রতিমাসেই ৪/৫ বার অভিযান পরিচালিত হয়।