বৃহস্পতিবার, ১৯শে এপ্রিল, ২০১৮ ইং ৬ই বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ

ফুটবল চোটে ফেললো মুশফিককে

স্পোর্টস ডেস্ক : মুশফিক যে গোড়ালিতে চোট পেয়েছে সেটা চারদিন আগে। এখন তাকে বিশ্রামে থাকতে হবে। আগামী কয়েক সপ্তাহ আমরা ওকে চেকাপ করবো। যদিও কয়দিন লাগে সেরে উঠতে সেটা এখনই বলা যাচ্ছে না। এমনটি বলছিলেন বিসিবি’র চিকিৎসক ডাক্তার দেবাশীষ চৌধুরী।

বগুড়ায় বিসিএলের চতুর্থ রাউন্ডের চতুর্থ দিন সকালেই গা গরমের জন্য ফুটবল খেলতে গিয়ে বাঁ পায়ের অ্যাঙ্কেলে চোট পান মুশফিকুর রহিম। সেদিন কোনরকম ব্যাটিং করলেও দিনশেষে দুঃসংবাদ দেন চিকিৎসক। চোট তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ঠেলে দিয়েছে তাকে।

এর কদিন আগে বন্ধুর বিয়েতে গিয়ে ফুটবল খেলার সময় লিগামেন্ট ছিড়ে যায় নাসিরের। চোটে পড়ার তালিকা দীর্ঘ হচ্ছে দিন দিন। এই তালিকায় আছে তামিম ইকবাল, তাসকিন আহমেদ, মেহেদী মিরাজের মত ক্রিকেটাররা।

আপাতত জাতীয় দলের কোন খেলা নেই বলেই বড় বাঁচা বাঁচলো। তবে নিশ্চিত ভাবে বলা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এর শেষ দুই রাউন্ডে খেলা হচ্ছেনা ৩০ বছর বয়সী এই উইকেট কিপার ব্যাটসম্যানের।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

হায়দরাবাদের প্রথম পছন্দ ছিল সাকিব : মুরালি

মোস্তাফিজ মুম্বাইয়ের এক্স ফ্যাক্টর, দাবি জহিরের

সালাহর প্রশংসায় পঞ্চমুখ সোফিয়া

এমবাপ্পোর নৈপুণ্যে ফাইনালে পিএসজি

যে কারণে বাদ পড়লেন সৌম্য-সাব্বিরসহ ৬ ক্রিকেটার

বিপিএলে দেশি ক্রিকেটারদের জন্য সুখবর