কেনিয়ার বর্তমান ক্রিকেট বোর্ড বিলুপ্ত ঘোষণা
অর্থনৈতিক টানাপড়েন আগেই ছিল কেনিয়ার ক্রিকেটে। তার ওপর যোগ হয়েছে পারফরম্যান্সের দীনতা। এক সময় বিশ্ব আসরে নিজেদের চেনানো সেই দেশটির ক্রিকেট বোর্ডই এখন বেহাল অবস্থায়। তাই কেনিয়ার ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়।
সবশেষ ঘটনার সূত্রপাত ওয়ার্ল্ড ক্রিকেট লিগের দ্বিতীয় বিভাগ ক্রিকেটের পর। ফেব্রুয়ারিতে বাজে পারফরম্যান্স ছিল কেনিয়ার। অবনমন হওয়ায় চলে গেছে তৃতীয় বিভাগে! তাতেই একে একে পদত্যাগের মিছিল চলে কেনিয়া ক্রিকেটে। পদত্যাগ করেছেন বোর্ড প্রধান, হেড কোচ ও অধিনায়ক।
গত সপ্তাহে নতুন করে সব কিছু ঢেলে সাজাতে নির্বাচন হওয়ার কথাও ছিল। কিন্তু তাতেও বাধা হয়ে দাঁড়িয়েছেন সাবেক কিছু খেলোয়াড়। তাদের দাবি এই বোর্ডের ফান্ডের অপব্যবহারের তদন্ত করতে হবে। এই অবস্থায় কেনিয়া ক্রিকেটের সার্বিক চালচিত্র নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। তাই আইসিসি খুব শিগগিরই এ নিয়ে বিবৃতি দেবে।
এ জাতীয় আরও খবর

ডাকলেও আইপিএল খেলতে আসব না : আফ্রিদি

ফের কারাগারে খালেদা জিয়াকে

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মুম্বাই-চেন্নাই, সমর্থন চাইলেন মোস্তাফিজ

টেস্ট জেতার ক্ষমতা নেই বাংলাদেশের : রবি শাস্ত্রী

জার্মানিতে প্রধানমন্ত্রী
