শনিবার, ১৭ই মার্চ, ২০১৮ ইং ৩রা চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ

এক মাসের পিতৃত্ব ছুটি চালু ‌করেছে ইন্দোনেশিয়া‌

অনলাইন ডেস্ক : ইন্দোনেশিয়ার এক মাসের পিতৃত্ব ছুটি চালু করা হয়েছে। সরকারের বিভিন্ন দফতরে কর্মরত পুরুষ কর্মীরা সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য এক মাসের জন্য এ ছুটি নিতে পারবেন। লিঙ্গ সমতাকে সমর্থনের উদ্দেশ্যে এ উদ্যোগ নিয়েছে ইন্দোনেশিয়া সরকার।

দেশটির ন্যাশনাল সিভিল সার্ভিস এজেন্সি পিতৃত্ব ছুটির বিষয় নিয়ে ২০১৭ সালে প্রথম জোরালো উদ্যোগ নেয়। গত সোমবার ছুটির বিষয়ে অফিসিয়াল ওয়েবসাইটে ঘোষণা দেয়া হয়।

ঘোষণায় বলা হয়, সর্বোচ্চ এক মাস পর্যন্ত পিতৃত্ব ছুটি মঞ্জুর করা হবে। যাতে পুরুষ সরকারি কর্মীরা সন্তান জন্মের সময়টাতে স্ত্রীর পাশে থাকতে পারেন। তবে এ ছুটি নিতে হলে স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থা থেকে সরবরাহকৃত দলিল প্রদর্শন করতে হবে। সূত্র: জাকার্তা পোস্ট

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

সাগরে সন্তান প্রসব! ছবি ভাইরাল!

ইসলাম জার্মানির অংশ : জার্মান চ্যান্সেলর

সিরিয়ায় হাজার হাজার নারী ও শিশু ধর্ষিত : জাতিসংঘ

‘নো’ তুলে নেওয়ার পরেই মাহমুদউল্লাহ-সাকিব ক্ষোভ দেখান

হতভাগ্য এই দুই যাত্রীকে চেনেন?

সিরিয়ার অখণ্ডতা রক্ষায় ইরান, তুরস্ক ও রাশিয়ার প্রতিশ্রুতি