মঙ্গলবার, ১৩ই মার্চ, ২০১৮ ইং ২৯শে ফাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ

আফগানিস্তানে তালেবান হামলায় নিহত ১৮ সেনা

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ফারাহতে তালেবানদের সঙ্গে লড়াইয়ে দেশটির স্পেশাল ফোর্সের ৪ সদস্যসহ সেনাবাহিনীর প্রায় ১৮ জন সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা।

শনিবার তারা জানিয়েছেন, রাতে বালা বুলুক জেলায় একটি হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন সেনারা, এ সময় তাদের ওপর হামলা করে তালেবান যোদ্ধারা; এতে দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই শুরু হয়।

এ ব্যাপারে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দাওলাত ওয়াজিরি জানিয়েছেন, স্পেশাল ফোর্সের চার সদস্য নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে স্থানীয় প্রাদেশিক পরিষদের প্রধান ফরিদ বাখতওয়ার নিহতের সংখ্যা অন্তত ১৮ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন।

এদিকে টুইটারে পোস্ট করা বার্তায় তালেবান মুখপাত্র জানিয়েছেন, বালা বুলুক জেলার কেন্দ্রস্থলের কাছে টাপা সদতে উপস্থিত হয়ে ৫৩ জন কমান্ডোকে হত্যা অথবা আহত করে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র ছিনিয়ে নিয়েছে তালেবান যোদ্ধারা।

সূত্র: রয়টার্স

Print Friendly, PDF & Email