নেইমারকে ছাড়াই পিএসজির গোল বন্যা
স্পোর্টস ডেস্ক : ইনজুরিতে পড়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে নেইমার। তাকে ছাড়া চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নেমে অনেকটাই এলোমেলো ফুটবল খেলে পিএসজি। রিয়ালের কাছে হেরে বিদায় নিয়েছে পিএসজি টুর্নামেন্ট থেকে বিদায়ও নেয় ফরাসি ক্লাবটি। তবে লিগে নেইমারের অভাব বুঝতে দিচ্ছেন না সতীর্থরা। মেতজকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।
এদিন শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে পিএসজি। ম্যাচের ৫ মিনিট যেতে না যেতেই প্রথম গোল পায় তারা। এমবাপের শট প্রতিপক্ষের কারো গায়ে লেগে আসলে দুরুণ এক গোল করেন ডিফেন্ডার মুনিয়ের। ম্যাচের ২০ মিনিটে দ্বিতীয় গোলটি করেন এনকুকু। ইতালিয়ান মিডফিল্ডার মার্কো ভেরাত্তির পাস থেকে বল জালে জড়ান এই ফরাসি ফরোয়ার্ড। ৮ মিনিটের ব্যবধানে আবার গোল পান এই ২০ বছর বয়সী। দি মারিয়ার অ্যাসিস্ট থেকে নিচু শটে গোল করেন তিনি। আর প্রথমার্ধের শেষ ঘেলটি করেন করেন এমবাপে।
পরে ম্যাচের ৮২ মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার জিওভানি লো সেলসোর ক্রস থেকে গোল করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা।
২৯ ম্যাচে ৭৭ পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে পিএসজি। ১১ পয়েন্টে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মোনাকো।