সোমবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০১৮ ইং ১৪ই ফাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ

যশোর ডিসি কার্যালয় চত্বরে বোমা সদৃশ বস্তু

news-image

যশোর প্রতিনিধি : যশোর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে একটি বোমা সদৃশ বস্তু ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

র‌্যাবের বিস্ফোরক বিশেষজ্ঞ দল আসার পর সেটি উদ্ধার করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেকটর (এনডিসি) আরিফুর রহমান।

তিনি সাংবাদিকদের বলেন, শনিবার প্রাতঃভ্রমণে আসা কয়েকজন বোমা সদৃশ বস্তুটি দেখে জেলা প্রশাসকে কার্যালয়ের কর্মচারীদের অবহিত করেন। এরপর তিনি বিষয়টি পুলিশ ও র‌্যাবকে জানান।

“কিছু সময়ের মধ্যেই ঘটনাস্থলে আসে পুলিশ ও র‌্যাবের তিনটি টিম। তারা ওই বস্তুটিকে ঘিরে রেখেছে। র‌্যাবের বিস্ফোরক বিশেষজ্ঞ টিম আসার পর তারা বস্তুটি উদ্ধার করে পরীক্ষা-নিরীক্ষা করবে।”

যশোর কোতোয়ালি থানার এসআই মাহাবুবুর রহমান বলেন, “বোমা পড়ে থাকার খবর শুনে ঘটনাস্থলে আসি। লাল টেপে মোড়ানো একটি কৌটা পড়ে রয়েছে। ধারণা করা হচ্ছে, সেটি হাতবোমা। এজন্য বিস্ফোরক টিম না আসা পর্যন্ত বোমাটি ঘিরে রাখা হয়েছে এবং এ সড়কে মানুষের চলাচল সীমিত করা হয়েছে।”

বোমা সদৃশ বস্তুটি কীভাবে এ কার্যালয়ের সামনে এলো সেটা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এসআই মাহবুবুর।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের উপসহকারী পরিচালক (ডিএডি) ফরিদ মিয়া বলেন, “শহরে টহলে থাকা অবস্থায় খবর পেয়ে আমরা এসেছি। বিস্ফোরক বিশেষজ্ঞ টিম না আসা পর্যন্ত বস্তুটি উদ্ধার করা সম্ভব হবে না। র‌্যাবের বিস্ফোরক বিশেষজ্ঞ টিম খুলনা থেকে আসতে সময় লাগবে।”

Print Friendly, PDF & Email