সোমবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০১৮ ইং ১৪ই ফাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ

নখের ভেতর ময়লা থাকলে কি অজু হয় না?

news-image

প্রশ্ন : কেউ কেউ বলে থাকেন, নখের ভেতর ময়লা থাকলে অজু হয় না। কথাটা কতটুকু সত্য?

উত্তর : নখের ভেতর ময়লা জমে থাকলেও অজুর সময় সে অংশ ভিজে গেলে অজু হয়ে যায়।

উল্লেখ্য, হাত পায়ের নখ সপ্তাহে একবার কাটা উত্তম। নাফে (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) প্রত্যেক জুমআর দিনে মোঁচ ও নখ কাটতেন।

(সুনানে কুবরা, বায়হাকি ৩/২৪৪; আলবাহরুর রায়েক ১/৪৭; ফাতাওয়া তাতারখানিয়া ১/২৭৮; ফাতাওয়া হিন্দিয়া ১/৬৪; আদ্দুররুল মুখতার ১/১৫৪)

সূত্র : মাসিক আলকাউসার

Print Friendly, PDF & Email