সোমবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০১৮ ইং ১৪ই ফাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ

নয়াপল্টন থেকে বিএনপি নেতা আলাল আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : পূর্ব ঘোষণা অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলটির ডাকা কালো পতাকা মিছিল কর্মসূচি থেকে দলটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় আরো ৫ নেতাকর্মীকে আটক করা হয়।

আজ শনিবার দলটির পূর্বঘোষিত কালো পতাকা প্রদর্শন কর্মসূচি শেষে তিনি নয়া পল্টনে অবস্থান করছিলেন। নয়াপল্টন থেকে বের হওয়ার সময় দুপুর ১২টা ২০ মিনিটে তিনি আটক হন।

এর আগে বেলা ১১টায় কর্মসূচি আহ্বান করা হলেও সকাল ৯টা থেকে বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জমায়েত হতে থাকেন।

একপর্যায়ে নেতাকর্মীরা কার্যালয়ের বাইরে অবস্থানের চেষ্টা করলে পুলিশ ওয়াটার ক্যানন ছোঁড়ে। পরে পুলিশের বাধায় জড়ো হওয়া নেতাকর্মীরা সরে গিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। পরে সেখানে পুলিশ ধাওয়া দিয়ে নেতাকর্মীদের দলীয় কার্যালয়ের ভেতর পাঠিয়ে দেয় পুলিশ।

Print Friendly, PDF & Email