সোমবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০১৮ ইং ১৪ই ফাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ

সিরিজ নির্ধারণী ম্যাচে আজ রাতে মাঠে নামবে ভারত ও দঃ আফ্রিকা

news-image

স্পোর্টস ডেস্ক : টেস্টে স্বাগতিকদের একচেটিয়া জয় আর ওয়ানডেতে সফরকারীদের একচেটিয়া জয়। এরপর শুরু হয় তিন ম্যাচের টি-২০ সিরিজ। যার প্রথম ম্যাচটা জিতেছে ভারত। দ্বিতীয় ম্যাচে জয়ের হাসি হেসেছে দক্ষিণ আফ্রিকা। দুই দলের শেষ টি-২০ ম্যাচটা তাই অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে।

দক্ষিণ আফ্রিকায় দুই দলের টেস্ট সিরিজটা স্বাগতিকরা জিতেছে ২-১ ব্যবধানে। ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ ভারত নিজেদের করে নিয়েছে ৫-১ ব্যবধানে। টি-টোয়েন্টি সিরিজে এখন ১-১ সমতা। এই সিরিজ কে জিতবে- ভারত না দক্ষিণ আফ্রিকা?

জবাব মিলবে শনিবার রাতে। কেপটাউনের নিউল্যান্ডসে সিরিজ নির্ধারণী ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় শনিবার রাত ১০টায়।

ওয়ানডেতে জয়ের গতিটা প্রথম টি-টোয়েন্টিতেও টেনে আনে ভারত। আগে ব্যাট করতে নেমে শিখর ধাওয়ানের ৩৯ বলে ৭২ রানের ঝড়ে ২০ ওভারে ৫ উইকেটে ২০৩ রান তোলে বিরাট কোহলির দল। পরে ভুবনেশ্বর কুমারের ৫ উইকেট শিকারে স্বাগতিকরা থামে ৯ উইকেটে ১৭৫ রানে।

দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা ঘুরে দাঁড়ায় হেনরিখ ক্লাসেন ও জেপি ডুমিনির দারুণ ব্যাটিংয়ে। ক্লাসেনের ৩০ বলে ৬৯ ও ডুমিনির ৪০ বলে অপরাজিত ৬৪ রানের দুটি ঝোড়ো ইনিংসে ভারতের করা ১৮৮ রান প্রোটিয়ারা পেরিয়ে যায় ৬ উইকেট আর ৮ বল হাতে রেখেই ।

কেপটাউনের নিউল্যান্ডসে টেস্ট দিয়ে শুরু হয়েছিল ভারতের প্রায় দুই মাসের দীর্ঘ সফর। ম্যাচটা জিতেছিল দক্ষিণ আফ্রিকা। তবে এই মাঠে ওয়ানডে ম্যাচটা জিতেছিল ভারত। এবার টি-টোয়েন্টি ম্যাচটা কে জিতবে? জবাবের অপেক্ষায় থাকুন!

Print Friendly, PDF & Email