পুলিশি বাধায় বিএনপির কর্মসূচি পণ্ড
নিজস্ব প্রতিবেদক : পূর্ব ঘোষণা অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলটির ডাকা কালো পতাকা মিছিল কর্মসূচি দফায় দফায় পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। এ ছাড়া সেখানে ধাওয়া-পাল্টাধাওয়া, ধড়পাকড় চলছে। পুলিশ ঘটনাস্থল থেকে ১০-১২ জন কর্মীকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার বেলা ১১টায় কর্মসূচি আহ্বান করা হলেও সকাল ৯টা থেকে বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জমায়েত হতে থাকেন।
একপর্যায়ে নেতাকর্মীরা কার্যালয়ের বাইরে অবস্থানের চেষ্টা করলে পুলিশ ওয়াটার ক্যানন ছোঁড়ে। পরে পুলিশের বাধায় জড়ো হওয়া নেতাকর্মীরা সরে গিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। পরে সেখানে পুলিশ ধাওয়া দিয়ে নেতাকর্মীদের দলীয় কার্যালয়ের ভেতর পাঠিয়ে দেয় পুলিশ। জড়ো হওয়া নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তি চেয়ে স্লোগান অব্যাহত রেখেছেন।
পুলিশের অভিযানে আহত হয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, নির্বাহী সদস্য নিপুণ রায়। তবে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের ব্যাপক উপস্থিতি ও গোয়েন্দা পুলিশের অবস্থান লক্ষ্য করা গেছে।