নিখোঁজ শিক্ষামন্ত্রীর পিওসহ ৩ জন গ্রেপ্তার
নিখোঁজ শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মোতালেব হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উচ্চমান সহকারী নাসির উদ্দিন এবং লেকহেড স্কুলের মালিক খালেদ হাসান মতিনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
তারা জানান, রাত সাড়ে আটটার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী নাসির উদ্দিনকে এক লাখ ত্রিশ হাজার টাকাসহ গুলশান থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ ছিলেন তিনি।
পুলিশ জানায়, নাসিরের সঙ্গে যোগাযোগের সূত্র ধরে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মোতালেব হোসেনকে বসিলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নিখোঁজ ছিলেন শনিবার থেকে। একই দিন নিখোঁজ হন লেকহেড স্কুলের মালিক খালেদ হাসান মতিন। তাকেও গুলশান এলাকা গ্রেপ্তার করা হয়েছে। এনিয়ে কাল বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।