পাক সেনাবাহিনীর আন্ত জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, সীমান্তে পাক সেনারা রাস্তা মেরামতের কাজ করছিল। এসময় ভারতীয় বাহিনী এলোপাথাড়ি গুলি শুরু করে। হামলার পাল্টা জবাবে ভারতীয় বাহিনীর সদস্যরা নিহত হয়। এ ছাড়াও বেশি কিছু সদস্য আহত হয়।
উল্লেখ্য, নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধ বিরতির জন্য ২০০৩ সালে পাক ও ভারতীয় বাহিনীর মাঝে চুক্তি সংঘটিত হয়েছিল। তবে এ চুক্তি লঙ্ঘন করেই দুদেশ পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছে। চলতি মাসের চার জানুয়ারিতেও ভারতীয় বাহিনীর গুলিতে ৩ জন পাকিস্তানি নাগরিক আহত হয়েছিল। এর আগে গত বছরের আগস্ট মাসে ভারতীয় বাহিনীর গুলিতে ৩ পাকিস্তানি সৈন্য নিহত হয়। সূত্র: ডন উর্দু