সোমবার, ১৮ই জুন, ২০১৮ ইং ৪ঠা আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

কসবায় মদসহ ছাএলীগের পাঁচনেতা কর্মী আটক 

news-image
কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মদসহ ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে বিজিবি। সোমবার সন্ধ্যায় উপজেলার গোপীনাথপর ইউনিয়নের দৌলতপুর ও পাতাবাজার সীমান্ত এলাকা থেকে তাদেরকে গ্রেফতারের পর রাতে মামলা দিয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেফতারদের মধ্যে কসবা উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক আজিমুর রেজা (২১) ও দ্বিন মোহাম্মদ স্বপন (২২) রয়েছেন। বাকি তিনজনের নামা জানা যায়নি। তারা ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।

আরও : মিমির জীবনের সবচেয়ে সুদর্শন পুরুষ কে, জানেন?

কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে  জানান, সোমবার সন্ধ্যায় সীমান্ত এলাকা থেকে ছাএলীগ নেতা আজিমুর ও দ্বিন মোহাম্মদসহ পাঁচ নেতাকর্মীকে পাঁচ বোতল মদসহ গ্রেফতার করা হয়েছে বলে বিজিবির করা মামলায় উল্লেখ করা হয়েছে। রাতে আটকদের থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

কসবা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমন  জানান, গ্রেফতারদের মধ্যে শুধুমাত্র দুইজন  ছাত্রলীগের, বাকি তিনজন সাধারণ ছাত্র। সীমান্ত এলাকায় ঘুরতে গিয়ে বিজিবি সদস্যদের সঙ্গে ভুলবুঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে।
Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

নাসিরনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন

নাসিরনগরে মাদক বিরোধী র‌্যালি

নাসিরনগরে সোয়ানের উদ্যোগে গরীব ও দুঃস্থদের মধ্যে ঈদ সামগ্রীসহ বস্ত্র বিতরন

ব্রাহ্মণশাসনে বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল

আশুগঞ্জের দক্ষিণ তারুয়ায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের সম্মানে ইফতার মাহফিল

নাসিরনগরে গরীব ও দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরন