নাসিরনগরের মন্দির ভাংচুর মামলায় অভিযোগ পএ দাখিল
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গৌর মন্দির ভাংচুর ও হামলার ঘটনায় অভিযোগ পএ দাখিল করেছে পুলিশ।আজ রোববার দুপুরে মামলার তদন্ত কারি কর্মকর্তা নাসিরনগর হরিপুর ইউপির বরখাস্ত কৃত চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখিসহ ২২৮ জনের নাম উল্লেখ করে অভিযোগ পএটি দাখিল করেন।
জেলা আদালতের কোর্ট ইন্সপ্যাক্টর মাহবুবুর রহমান জানান, মন্দির ভাংচুর মামলার অভিযোগ পএ পেয়েছি। মূল নথির সাথে যাচাই -বাচাই করে তা আদালতে দাখিল করা হবে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর অভিযোগ পএ দাখিলের সত্যতা নিশ্চিত করেন।
প্রসঙ্গত, নাসিরনগর উপজেলার হরিণবেড় গ্রামের রসরাজ দাস নামে জেলে পরিবারের এক যুবক ফেসবুকে ধর্ম অবমাননাকর ছবি পোস্ট করেছেন অভিযোগ তুলে ২০১৬ সালের ২৯ অক্টোবর তাঁকে পুলিশে দেয় একদল যুবক। ৩০ অক্টোবর এলাকায় মাইকে প্রচার করে নাসিরনগর উপজেলা সদরে পৃথক দুটি প্রতিবাদ সমাবেশ ডাকা হয়। ওই সমাবেশে স্থানীয় নেতাকর্মীরাও অংশ নেয় বলে অভিযোগ ওঠে।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা নাসিরনগর সদরে হিন্দুদের মন্দির ও বাড়িঘরে হামলায় চালায়। পরে ওই এলাকায় হিন্দুদের একাধিক বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। এসব ঘটনায় নাসিরনগর থানায় আটটি মামলা করা হয়। মামলায় ৩ হাজারেরও বেশী অজ্ঞাত লোকজনকে আসামি করা হয়েছে।