আশুগঞ্জে বেগম রোকেয়া দিবসে ৪ জয়িতাকে সংবর্ধনা
আরও : এ কেমন আচরণ ম্যারাডোনার!
সন্তোষ সূএধর, আশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তার।
“জয়িতা অন্বেষণে বাংলাদেশ”কার্যক্রমের আওতায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম,উপজেলা সমবায় কর্মকর্তা রুবিনা আক্তার,আড়াইসিধা নারী উন্নয়ন কেন্দ্রের সভানেত্রী আম্বিয়া বেগম, জাগরণী নারী কল্যাণ সমিতির মোছা: কুলসুম বেগম, আশার আলো নারী উন্নয়ন সমিতির জোসনা বেগম,আলমনগর নারী উন্নয়ন সমিতির মনোয়ারা বেগম প্রমুখ। উপজেলার ৪জন জয়িতাকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র দেয়া হয়।
সংবর্ধনা প্রাপ্ত জয়িতারা হলেন সফল জননী নারী আড়াইসিধা গ্রামের মোঃ আঃ ওয়াহেদের কন্যা রুমেনা বেগম,নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করায় যাত্রাপুর গ্রামের আঃ হাই এর স্ত্রী শিরিনা বেগম,সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় তালশহর গ্রামের মৃত আজিজুল হকের স্ত্রী শেলিনা আক্তার স্বপ্না সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
এ জাতীয় আরও খবর

নাসিরনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন

নাসিরনগরে মাদক বিরোধী র্যালি

নাসিরনগরে সোয়ানের উদ্যোগে গরীব ও দুঃস্থদের মধ্যে ঈদ সামগ্রীসহ বস্ত্র বিতরন

ব্রাহ্মণশাসনে বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল
