g আশুগঞ্জ নৌবন্দর থেকে যান চলাচল শুরু | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ২৭শে অক্টোবর, ২০১৭ ইং ১২ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

আশুগঞ্জ নৌবন্দর থেকে যান চলাচল শুরু

AmaderBrahmanbaria.COM
অক্টোবর ২২, ২০১৭
news-image

---

বৈরী আবহাওয়ার কারণে একদিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে নৌযান চলাচল শুরু হয়েছে। তবে এখনো এই বন্দরকে এক নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

রোববার সকাল থেকে আশুগঞ্জ নৌবন্দর থেকে সবধরনের নৌযান চলাচল শুরু হয়। এর আাগে শনিবার সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে অভ্যন্তরীণ রুটে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ করে দিয়েছিল বাংলাদেশ অভ্যন্তরিন নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

আশুগঞ্জ নদী বন্দরের ট্রাফিক পরিদর্শক মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করে  জানান, শনিবার সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে আশুগঞ্জ নদী বন্দরকে ২ নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সকল প্রকার নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে দেয়া হয়েছিল। পরে রোববার সকালে আবহাওয়া অফিস থেকে সতর্কতা সংকেত নামিয়ে এক নম্বরে এনে নৌ চলাচল শুরু করার নির্দেশ দেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আশুগঞ্জ নৌবন্দর থেকে সকল রুটে নৌযান চলাচল শুরু হয়েছে।

এ জাতীয় আরও খবর