আশুগঞ্জ বন্দরে পণ্য উঠানামা বন্ধ
AmaderBrahmanbaria.COM
অক্টোবর ২১, ২০১৭
---
আশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বন্দরে দুদিন ধরে বিরামহীন বৃষ্টির কারণে সব ধরনের পণ্য উঠানামা বন্ধ রয়েছে। আর বন্দরের কয়েক হাজার খেটে খাওয়া শ্রমজীবী মানুষ বিপাকে পড়েছেন। বৃষ্টিতে তারা কাজ করতে পারছেন না।
আশুগঞ্জ বন্দরের পরিদর্শক মো. শাহ আলম জানান, হালকা ও ভারি বৃষ্টির কারণে আজ শনিবার সকালে আশুগঞ্জ বন্দর থেকে কোনো নৌযান ছেড়ে যায়নি। আশুগঞ্জ বন্দরে দুই নম্বর সতর্ক সংকেত রয়েছে। এ জন্য আশুগঞ্জ থেকে ছয়টি নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
পরিদর্শক আরও বলেন, আবহাওয়া ভালো না হওয়া পর্যন্ত এবং পরবর্তী সময়ে নির্দেশ না দেওয়া পর্যন্ত আশুগঞ্জ বন্দর থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।