g আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র দেড় হাজার মেগাওয়াটে উন্নীত হতে যাচ্ছে (ভিডিও) | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ২৭শে অক্টোবর, ২০১৭ ইং ১২ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র দেড় হাজার মেগাওয়াটে উন্নীত হতে যাচ্ছে (ভিডিও)

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ২৮, ২০১৭

---

নিজস্ব প্রতিবেদক ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিদ্যু কেন্দ্রটি দেড় হাজার মেগাওয়াটে উন্নীত হতে যাচ্ছে আর এটি দেশের বৃহওম একটি  বিদ্যু উৎপাদন কেন্দ্র । বুধবার  সকাল  ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের নবনির্মত ‘আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের (সাউথ)’ উদ্বোধন করবেন।

নতুন এই পাওয়ার প্ল্যান্ট উদ্বোধনের মধ্য দিয়ে বিদ্যুৎকেন্দ্রের বিদ্যমান ১০টি ইউনিটের উৎপাদন ক্ষমতা দাঁড়াবে দেড় হাজার মেগাওয়াট। আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র সূত্র জানায়, বিদেশি ঋণ সহায়তায় গত ২০১৩ সালের ১৪ মার্চ শুরু হয় ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের (সাউথ) নির্মাণ কাজ।
প্রায় ৩ হাজার ৭৯২ কোটি টাকা ব্যয়ে ৪০ মাসে নির্মিত হয়েছে গ্যাসভিত্তিক এ পাওয়ার প্ল্যান্টটি। এর মধ্যে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব তহবিল রয়েছে ৪৪৪ কোটি টাকা। এ পাওয়ার প্ল্যান্টটির নির্মাণ কাজ শেষে গত বছরের ২২ জুলাই থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।
এ ব্যাপারে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের নির্বাহী পরিচালক (পরিকল্পনা ও প্রকল্প) প্রকৌশলী আজিত কুমার সরকার জানান, ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের (সাউথ) উদ্বোধনের মধ্য দিয়ে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা দেড় হাজার মেগাওয়াটে দাঁড়াবে।
এছাড়া আগামী জুন মাসের মধ্যেই নির্মাণাধীন আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের (নর্থ) উৎপাদনে আসার কথা রয়েছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর