আশুগঞ্জ নৌবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত, নৌযান চলাচল বন্ধ
---
সন্তোষ সূএধর, আশুগঞ্জ প্রতিনিধি : সাগরে নিম্নচাপ ও টানা ভারী বর্ষণের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আন্তর্জাতিক নৌবন্দরে শনিবার ভোর থেকে ২ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। গত ৩দিনের বৃষ্টিপাতের কারণে নৌবন্দরের বিভিন্ন মালবাহী জাহাজ থেকে পণ্য উঠানামা বন্ধ রয়েছে।
কাজ করতে না পারায় বিপাকে পড়েছে সহস্রাধিক শ্রমিক। অচলাবস্থার সৃষ্টি হয়েছে নৌবন্দরের সকল কার্যক্রমে। নৌবন্দরে আটকা পড়েছে শতাধিক মালবাহী কার্গো জাহাজ। শনিবার ভোর থেকে আশুগঞ্জ থেকে ৬টি নৌরুটে বন্ধ রয়েছে নৌযান চলাচল।
আশুগঞ্জ নৌবন্দরের পরিদর্শক মো. শাহ আলম জানান, সাগরে নিম্নচাপের কারণে নৌবন্দরে শুক্রবার রাত থেকে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার নৌযান চলাচল বন্ধ থাকবে। যার কারণে শনিবার ভোর থেকে আশুগঞ্জ নৌবন্দর থেকে যাত্রীবাহী লঞ্চ ও ট্রলারসহ নৌযান চলাচল বন্ধ রয়েছে।