ট্রাম্পের পরোক্ষ সমালোচনায় ওবামা-বুশ
---
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারণে বর্তমানে যুক্তরাষ্ট্রে যে রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার নিন্দা জানিয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা ও জর্জ ডব্লিউ বুশ।
পৃথক বক্তব্যে ওবামা মার্কিনীদের ‘বিভাজন’ ও ‘ভয়ের’ রাজনীতি প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন। আর বুশ জনজীবনে দাঙ্গা ও বিদ্বেষের উপস্থিতির সমালোচনা করেছেন। তার দুজনই অবশ্য তাদের বক্তৃতায় ট্রাম্পের নাম উল্লেখ করেন নি।
ঐতিহ্যগতভাবে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টরা তাদের পরবর্তী রাষ্ট্রপ্রধানদের ব্যাপারে কোনো মন্তব্য করেন না। তবে বৃহস্পতিবার ট্রাম্পের ব্যাপারে নীরবতা ভঙ্গ করলেন দুই সাবেক প্রেসিডেন্ট।
.
নিউ জার্সিতে ডেমোক্রেটিক দলের প্রচারণা অনুষ্ঠানে ওবামা বলেছেন, ‘আমেরিকানদের বিশ্ববাসীর কাছে এই বার্তা দেওয়া উচিৎ যে, আমরা বিভাজনের রাজনীতি প্রত্যাখ্যান করছি, আমরা ভয়ের রাজনীতি প্রত্যাখ্যান করছি।’
তিনি বলেন, ‘শতাব্দি আগে আমরা বিভাজনের যে রাজনীতি দেখেছি সেই পুরনো রাজনীতি আমাদের প্রয়োজন নেই।’
ওবামা বলেন, ‘আমরা এখন যেসব রাজনীতি দেখছি সেগুলো মনে হয় আমরা বিছানায় রেখে এসেছি। তারা ৫০ বছর পিছনে দেখছে। এটা একবিংশ শতাব্দি, উনবিংশ শতাব্দি নয়।’
ওবামার এই ভাষণের মাত্র কয়েক ঘন্টা আগে নিউ ইয়র্কে আরেক প্রাক্তন প্রেসিডেন্ট বুশ বলেছেন, ‘গোঁড়ামিকে উৎসাহ দেওয়া হচ্ছে। ষড়যন্ত্র তত্ত্ব ও সম্পূর্ণ মিথ্যা আমাদের রাজনীতিকে অনেক বেশি ঝুঁকিপূর্ণ করে তুলছে।’
তিনি বলেন, ‘কিছু লক্ষণ দেখা যাচ্ছে, যা গণতন্ত্রকে মৃত্যুন্মুখ করতে সহায়তা করছে, বিশেষ করে তরুণদের মধ্যে।’