g নাসিরনগরে অভিযান চালিয়ে ২০ কেজি ইলিশ জব্দ : তিনকে জরিমানা | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ৫ই নভেম্বর, ২০১৭ ইং ২১শে কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

নাসিরনগরে অভিযান চালিয়ে ২০ কেজি ইলিশ জব্দ : তিনকে জরিমানা

AmaderBrahmanbaria.COM
অক্টোবর ১১, ২০১৭
news-image

---

নাসিরনগর প্রতিনিধি : নাসিরনগরের মেঘনার মোহনায় বালিখোলা মুখে অভিযান চালিয়ে আজ বুধবার বিকালে ২০ কেজি ইলিশ জব্দ ও ৩ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান । মা ইলিশ রক্ষায় সরকার ইলিশ প্রজনন মৌসুম ১লা অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারা বাংলাদেশে ইলিশ মাছ আহরন, বাজারজাতকরন, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ করেছে। অথচ সরকারের এই আইন না মেনে অবৈধভাবে মা ইলিশ নিধন করছে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ লিয়াকত আলীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ র্ফোস নিয়ে উপজেলা মৎস্য বিভাগের সহযোগিতায় অভিযান চালিয়ে বালিখোলা থেকে ইঞ্জিননৌকা যোগে ইলিশ নিয়ে যাওয়ার পথে ২০ কেজি ইলিশ মাছসহ তিন জনকে আটক করে।আটককৃত মিঠামইন উপজেলার হেমন্তগঞ্জের মোঃ নুর আলীর ছেলে হারিস মিয়া(৪০),একই উপজেলার চরঘাটকাইল গ্রামের মোঃ দয়াল মিয়াকে(৩৫)নগদ ৫ হাজার টাকা করে ১০ হাজার ও ভলাকুট ইউনিয়নের দূর্গাপুরের সুজিত দাসকে(৫০)৩ হাজার টাকা জরিমানা করেন। এবং জব্দকৃত ইলিশ মাছ উপজেলা সদরে এনে মাদ্রাসায় ও এতিম খানায় বিনা মূল্যে বিতরন করা হয়েছে।এসময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আরাফাত উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
এব্যাপারে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আরাফাত উদ্দিন আহমেদ বলেন,এই সময়ের মধ্যে ইলিশ মাছ ধরা-বহন করা- বিক্রি করা দন্ডনীয় অপরাধ। তাই মা ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর