বিয়ের দাবিতে বিজিবি সদস্যের বাসায় নার্সের অনশন

---
জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে বিয়ের দাবিতে প্রেমিক বিজিবি সদস্য রুহুর আমীনের বাড়িতে অনশন শুরু করছেন এক নার্স। বৃহস্পতিবার সকাল থেকে সদর উপজেলার হিচমী পরিষদপাড়ায় প্রেমিকের বাড়িতে এই অনশন শুরু করেন তিনি।
অনশনকারী ওই প্রেমিকা ঢাকার ল্যাবএইড হাসপাতালে স্টাফ নার্স হিসেবে কর্মরত বলে জানা গেছে। এছাড়া প্রেমিক রুহুল আমীন যশোর বেনাপোল বিজিবি ক্যাম্পে সিপাহী পদে কর্মরত আছেন। প্রেমিক ও প্রেমিকা উভয়ের বাড়ি জয়পুরহাট সদর উপজেলার হিচমী পরিষদ পাড়ায়।
ওই তরুণী জানান, একই পাড়ার বাসিন্দা হওয়ায় সাত বছর আগে রুহুল আমীনের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে রুহুল আমিন বিজিবির চাকরিতে যোগ দিলে তিনিও ঢাকার ল্যাব এইড হাসপাতালে চাকরি নেন। কিন্তু রুহুল আমীন সম্প্রতি বাড়িতে এসে অন্যত্র বিয়ের জন্য পাত্রী দেখতে শুরু করে। এমন খবর পেয়েই ঢাকা থেকে বাড়িতে এসেই বিয়ের দাবিতে সকাল থেকে রুহুলের বাসায় অনশন শুরু করেন ওই নার্স।
তিনি অভিযোগ করে বলেন, বিয়ের দাবি নিয়ে প্রথমে রুহুল আমীনের বাসায় গেলে তার উপস্থিতিতেই তার মা-বাবা আমাকে চুলের মুঠি ধরে মারপিট করে।
রুহুল আমীন যবিয়ে না করলে আত্মহত্যারও হুমকি দেন তিনি। এ ঘটনায় প্রতিবেশীরা সমঝোতার চেষ্টা করছেন বলে জানা গেছে। এ বিষয়ে জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার আকরাম হোসেন জানান, অনশনের বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
 
        
 নেত্রকোনায় নিহত সেনা সদস্য জাকিরুলের বাড়িতে শোকের মাতম
নেত্রকোনায় নিহত সেনা সদস্য জাকিরুলের বাড়িতে শোকের মাতম
                
 রোহিঙ্গা শরণার্থীদের পুনর্বাসন ও ত্রাণ বিতরণ করছে সেনাবাহিনী
রোহিঙ্গা শরণার্থীদের পুনর্বাসন ও ত্রাণ বিতরণ করছে সেনাবাহিনী
                 রোহিঙ্গাদের নৌকা ডুবি: আরও চার লাশ উদ্ধার
রোহিঙ্গাদের নৌকা ডুবি: আরও চার লাশ উদ্ধার
                
 স্বামীকে মনের কথা বলারও সময় পাননি রোহিঙ্গা নববধূ
স্বামীকে মনের কথা বলারও সময় পাননি রোহিঙ্গা নববধূ
                 মিয়ানমারে নির্যাতনের শিকার এক রোহিঙ্গার বর্ণনা
মিয়ানমারে নির্যাতনের শিকার এক রোহিঙ্গার বর্ণনা
                 রোহিঙ্গাদের নিবন্ধন করাচ্ছেন সাঈদী পুত্র
রোহিঙ্গাদের নিবন্ধন করাচ্ছেন সাঈদী পুত্র