‘সরকারের লুটপাটের কারণে জনগণকে খেসারত দিতে হচ্ছে’
AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ২৮, ২০১৭
---
নিজস্ব প্রতিবেদক : সরকারের লুটপাটের কারণে সাধারণ জনগণকে খেসারত দিতে হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বর্তমানে দেশে দেশি-বিদেশি বিনোয়োগ নেই। রেমিটেন্স প্রবাহ একেবারেই কম বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, কাদের সাহেব প্রশ্ন করেছেন- দেশের এই সঙ্কটকালে খালেদা জিয়া দেশের বাহিরে কেন। আমি তাকে বলতে চাই, সঙ্কটকালে প্রধানমন্ত্রী দেশের বাহিরে কেন? রোহিঙ্গা ইস্যুতে আওয়ামী লীগ ঐক্য চায় না। কারণ তারা রোহিঙ্গা সমস্যার সমাধান চায় না।