রিভিউয়ের নির্দেশনা আসেনি : অ্যাটর্নি জেনারেল
---
নিজস্ব প্রতিবেদক: অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, সুপ্রিমকোর্টের বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া আপিল বিভাগের রায় নিয়ে রিভিউ আবেদন করার জন্য সরকার পক্ষ থেকে এখনও কোনো নির্দেশনা আসেনি। গতকাল সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে নিজ কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল আরও বলেন, সরকার থেকে আমার কাছে এখনও কোনো ইনস্ট্রাকশন আসেনি। এর আগে ব্যক্তিগত উদ্দেশে ২৯ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত ১১ দিনের জন্য স্ত্রী বেগম বিনতা মাহবুবকে নিয়ে চীন ভ্রমণ করেন অ্যাটর্নি জেনারেল। চীন থেকে ফেরার পর ষোড়শ সংশোধনীর রিভিউ আবেদনের বিষয়ে সাংবাদিকদের ওই সংক্ষিপ্ত তথ্য জানান মাহবুবে আলম। গত ১৮ আগস্ট এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেছিলেন, এই রায়ের বিষয়ে পড়া হচ্ছে। ভালোভাবে পড়ে পরীক্ষা করে রিভিউ আবেদন করা হবে। এ জন্য সময় লাগছে। গত ৩ জুলাই প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিন্হার নেতৃত্বে সাত বিচারপতির সমন্বয়ে গঠিত আপিল বিভাগ ষোড়শ সংশোধনী বাতিলের রায় বহাল রাখেন। পরে ১ আগস্ট ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে সুপ্রিমকোর্ট কর্তৃপক্ষ। এর ফলে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের আনা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল হয়ে যায়। বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাত থেকে সরে যায়। পূর্ণাঙ্গ রায়ে বলা হয়, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বহাল করা হল। ফলে উচ্চ আদালতের কোনো বিচারপতির বিরুদ্ধে অভিযোগ উঠলে প্রধান বিচারপতির নেতৃত্বেই ওই বিচারপতির বিষয়ে অনুসন্ধান বা তদন্ত করে অপসারণের ব্যবস্থা ফিরে আসে। পাশাপাশি পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা একক কোনো ব্যক্তির নেতৃত্বে অর্জন করা সম্ভব হয়নি। প্রসঙ্গত, বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে ২০১৪ সালে ষোড়শ সংশোধনী পাস করে জাতীয় সংসদ। কিন্তু ষোড়শ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে একই বছরের নভেম্বরে ৯ জন আইনজীবী হাইকোর্টে রিট আবেদন করেন। ২০১৬ সালের ৫ মে হাইকোর্ট ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন। পরে সরকারপক্ষ আপিল করলে গত ৩ জুলাই আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখেন।








হোটেল ওলিও’তে নিহত ‘জঙ্গি’ সাইফুলের বাবা গ্রেফতার

