g ভারতে গরু রক্ষার নামে সহিংসতা বন্ধের নির্দেশ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ১০ই সেপ্টেম্বর, ২০১৭ ইং ২৬শে ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

ভারতে গরু রক্ষার নামে সহিংসতা বন্ধের নির্দেশ

AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ৭, ২০১৭
news-image

---

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিভিন্ন স্থানে গো-রক্ষার নামে সহিংসতা চলছে, যার মূল লক্ষ্য সংখ্যালঘু মুসলমান ও অন্যান্য জাতিগোষ্ঠী। এই সহিংসতা বন্ধ করার আদেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

দেশ জুড়ে গরু-রক্ষকদের তাণ্ডব বন্ধ করতে অবিলম্বে কড়া পদক্ষেপ গ্রহণ করতেও নির্দেশ দেয়া হয়েছে আদেশে। বুধবার সুপ্রিম কোর্ট কঠোর মনোভাব ব্যক্ত করে রাজ্যগুলোকে ওই সহিংসতা বন্ধের নির্দেশ দিয়েছে।

আদালতের নির্দেশে বলা হয়, গরু-রক্ষকদের সহিংসতা ঠেকাতে দেশের প্রত্যেক জেলায় পুলিশের ডিএসপি পদমর্যাদার এক কর্মকর্তাকে নোডাল অফিসার নিয়োগ করতে হবে। ওই কর্মকর্তার দায়িত্ব হবে গরু-রক্ষার নামে চলা সংগঠনের ওপর নজরদারি করা ও তাদের দুর্বৃত্তপনার বিরুদ্ধে পদক্ষেপ নেয়া।

সুপ্রিম কোর্ট আজ কেন্দ্রীয় ও রাজ্য সরকার উভয়কেই গো-রক্ষার নামে যারা আইন হাতে তুলে নিচ্ছে তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছে।

এর আগে গত বছর সমাজকর্মী তহসীন পুনাওয়ালা গো-রক্ষার নামে সহিংসতার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এক আবেদন করেছিলেন। গো-রক্ষার নামে দলিত ও সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।সূত্র : ডন

এ জাতীয় আরও খবর