g ঢাকায় ফেরার পথে ফেরিঘাটে দীর্ঘ জট | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ১০ই সেপ্টেম্বর, ২০১৭ ইং ২৬শে ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

ঢাকায় ফেরার পথে ফেরিঘাটে দীর্ঘ জট

AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ৭, ২০১৭
news-image

---

নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহার ছুটি শেষ হলেও রাজধানীতে এখনও ছুটির আমেজ। রাস্তাঘাট ফাঁকা। ফেরেনি কর্মচাঞ্চল্যতা। তবে ঈদের পর গতকাল তৃতীয় কর্মদিবসে রাজধানী ঢাকায় ফিরেছে বহু কর্মজীবী মানুষ।

এদিন রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর রেলওয়ে স্টেশন, গাবতলী, মহাখালী ও সায়েদাবাদে বাস টার্মিনালে ঢাকায় ফেরা মানুষের সারি দেখা গেছে। বাড়তে শুরু করেছে ফাঁকা হয়ে যাওয়া ঢাকার কর্মব্যস্ততা। মানুষ ফিরতে শুরু করলেও গতকালও ফেরেনি বাস টার্মিনালের কর্মব্যবস্ততা।

পরিবহনসংশ্লিষ্টরা বলছেন, বৃহস্পতিবার (আজ) থেকে সড়ক পথে ঈদ ফেরত যাত্রীদের মূল চাপ শুরু হবে। এখন ফিরছেন ব্যাংকার, সরকারি চাকরিজীবীসহ কম ছুটি প্রাপ্তরা। গার্মেন্ট ও অন্যান্য কারখার ছুটি এখনও শেষ হয়নি। এসব প্রতিষ্ঠানের ছুটি শেষ হলে সড়ক পথে যাত্রীর মূল চাপ শুরু হবে।

অন্যদিকে ইতোমধ্যেই ঢাকামুখী দূরপাল্লার গাড়ির চাপ বেড়েছে মহাসড়কে। অতিরিক্ত গাড়ির চাপে দীর্ঘ জট লেগেছে ফেরিঘাটগুলোতে। গতকাল দৌলতদিয়া ফেরিঘাটে প্রায় ৫ কিলোমিটার জট লাগে। পুরো রাস্তায় বাস ও ট্রাকের পৃথক লাইন প্রায় গোয়ালন্দ বাজার পর্যন্ত পৌঁছায়। প্রতিটি দূরপাল্লার পরিবহনকে কমপক্ষে ৪-৫ ঘণ্টা যানজটে আটকে থেকে ফেরি পার হতে হয়েছে।

অন্যদিকে নদীতে প্রবল স্রোত ও ডুবো চরের কারণে অনেক দূর ঘুরে পারাপার হচ্ছে ফেরিগুলো। এতে সময় লাগছে দ্বিগুণেরও বেশি। মাওয়া-কাওড়াকান্দি ফেরিঘাটেও প্রায় একই চিত্র। শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে ফেরি পারাপার প্রায় বন্ধ। নাব্যসংকটে ফেরি চলাচল বিঘ্নিত হওয়ার পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের লৌহজং চ্যানেলে ড্রেজিং চলছে। রুটের ২১টি ফেরির মধ্যে ছোট আকারের চারটি ফেরি দিয়ে চালু রাখা হয়েছে পারাপার। গতকাল ভোর থেকে পদ্মার পানি আবারও কমতে থাকায় ছোট আকারের চারটি ফেরি চালু রেখে বাকিগুলো বন্ধ করে দেয়া হয়েছে।

যে ফেরিগুলো চলছে সেগুলোও ধারণক্ষমতার অর্ধেক পরিবহন নিয়ে ঘাট ছাড়ছে। এতে ঘাট এলাকায় সৃষ্টি হয় অচলাবস্থা। গত মঙ্গলবার ঘাট এলাকায় আটকা পড়ে শতশত যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েন ঈদ শেষে রাজধানীগামী যাত্রীরা। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক গিয়াস উদ্দিন পাটোয়ারী জানান, নাব্যসংকটে সোমবার রুটে আটটি ফেরি দিয়ে পারাপার চলছিল। মঙ্গলবার সে সংখ্যা আরও কমিয়ে আনা হয়। ইতোমধ্যে ভারী যানগুলোকে বিকল্প পথে চলাচল করতে নির্দেশ দেয়া হয়েছে।

বিআইডব্লিউটিএ কাঁঠালবাড়ী ফেরি ঘাটের ম্যানেজার মো. ছালাম হোসেন বলেন, নাব্যসংকটের কারণে রো রো ফেরি সকাল থেকেই চলাচল ব্যাহত হচ্ছে। কোনোভাবেই এগুলো চলাচল করতে পারছে না। এইজন্য ছোট ছোট ফেরি দিয়ে আমরা ভিআইপি ও ছোট গাড়িগুলো পারাপার করছি। তবে বড় গাড়িগুলোকে বিকল্প পথে অর্থাৎ দৌলতদিয়া দিয়ে পারাপারে আমরা অনুরোধ করছি।

অন্যদিকে রাজধানীর প্রধান প্রধান সড়কে খুব বেশি যানবাহন চলাচল করছে না। অধিকাংশ মোড়েই ট্রাফিক পুলিশ মোতায়েন নেই। গতকাল রাজধানীর মতিঝিল, গুলিস্তান, ফার্মগেট, আগারগাঁও, মিরপুরসহ একাধিক স্থানে দেখা গেছে গাড়ি কম থাকায় কোন ট্রাফিক সিগনাল নেই। চালকরা নিজেরাই সতর্কতার সঙ্গে সিগনালগুলো পার হচ্ছেন।

এ জাতীয় আরও খবর