g মেঘনা নদীর উপর নবনির্মিত আশুগঞ্জ-ভৈরব দ্বিতীয় রেল সেতু শেখ হাসিনার নামে নামকরণের দাবীতে আশুগঞ্জে মানববন্ধন | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

সোমবার, ১৩ই নভেম্বর, ২০১৭ ইং ২৯শে কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

মেঘনা নদীর উপর নবনির্মিত আশুগঞ্জ-ভৈরব দ্বিতীয় রেল সেতু শেখ হাসিনার নামে নামকরণের দাবীতে আশুগঞ্জে মানববন্ধন

AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ৬, ২০১৭
news-image

---

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : মেঘনা নদীর উপর নবনির্মিত দ্বিতীয় রেল সেতুর নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নামকরণের দাবীতে সর্বশ্রেষ্ট বাঙ্গালী পরিষদের উদ্যোগে বুধবার আশুগঞ্জ গোলচত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত উক্ত মানববন্ধন শেষে এক সভায় উপজেলা আওয়ামীলীগের প্রবীন নেতা মো.মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে স্বাধীনতা শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটি সাধারন সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক মো.হানিফ মুন্সি। এসময় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা পরিষদ সদস্য মো. কবির মুন্সী,আশুগঞ্জ শিক্ষা উন্নয়ন পরিষদের সভাপতি অধ্যক্ষ মো. হাবিবুর রহমান,বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক সাইফুর রহমান মনি,উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য জাকির হোসেন বাদল,আওয়ামীলীগ নেতা বাহাউদ্দিন বাহার, কামাল হোসেন ও আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মঈনুল হক মামুন প্রমুখ। এসময় বক্তারা বলেন বর্তমান সরকারের শাসনামলে আশুগঞ্জ-ভৈরব রেল সেতু আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র সাইলোসহ ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের জন্য জননেত্রী শেখ হাসিনার নামে নবনির্মিত আশুগঞ্জ-ভৈরব দ্বিতীয় রেল সেতুটি নামকরনের জন্য জোর দাবী জানানো হয়। মানববন্ধনে ছাত্র, শিক্ষক, কর্মচারী, সহ সর্বস্থরের বিপুল সংখ্যক মানুষ অংশ গ্রহণ করে।

এ জাতীয় আরও খবর