g পাকিস্তানে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বৃহস্পতিবার, ২৪শে আগস্ট, ২০১৭ ইং ৯ই ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

পাকিস্তানে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট

AmaderBrahmanbaria.COM
আগস্ট ২২, ২০১৭

---

স্পোর্টস ডেস্ক : অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে পাকিস্তানে। দীর্ঘ বিরতির পর এবার যেন আন্তর্জাতিক ম্যাচের ধুম পড়ে যাচ্ছে পাকিস্তানে! আগামী তিন মাসে ভিন্ন তিনটি দলকে আতিথ্য দেবে দেশটি।

কাল লাহোরে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি।

২০০৯ সালে লাহোরে শ্রীলংকা দলের টিম বাসে সন্ত্রাসী হামলার পর গত আট বছরে জিম্বাবুয়ে ছাড়া কোনো টেস্টখেলুড়ে দল পাকিস্তান সফরে যায়নি।

নাজাম শেঠির ভাষ্য অনুযায়ী, দেশটির নিরাপত্তা পরিস্থিতির নাটকীয় উন্নতি হওয়ায় পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটের রুদ্ধ দুয়ার এবার খুলে যাচ্ছে। আগামী মাসে পাকিস্তান সফরে যাবে একটি বিশ্ব একাদশ।

এরপর শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজকে আতিথ্য দেবে পাকিস্তান। সফরের বিস্তারিত সূচি পরে জানাবে পিসিবি। সেপ্টেম্বরে অ্যান্ডি ফ্লাওয়ারের নেতৃত্বে প্রস্তাবিত পাকিস্তান সফরে সম্ভবত তিনটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্ব একাদশ।

এখনও বিশ্ব একাদশের খেলোয়াড় তালিকা প্রকাশ করা হয়নি। এরপর অক্টোবরে লাহোরে একটি টি ২০ ম্যাচ খেলবে শ্রীলংকা। এক মাস পর টি ২০ সিরিজ খেলতে পাকিস্তানে পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ দল।

সেপ্টেম্বরে শ্রীলংকার বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলবে পাকিস্তান। ওই সিরিজের পরই একটি টি ২০ ম্যাচ খেলতে লাহোরে যাবে শ্রীলংকা দল। এএফপি।