রেলের টিকিট বিক্রি হবে ১৮ থেকে ২২ আগষ্ট
---
ঈদে বাড়ি যাওয়ার জন্য ট্রেনের অগ্রীম টিকিট বিক্রি শুরু হবে ১৮ থেকে ২২ আগষ্ট পর্যন্ত। এ উপলক্ষে ৭ জোড়া স্পেশাল ট্রেন চলাচল করবে। এসব ট্রেন ঈদের আগে ৪ দিন আর ঈদের পর ৭ দিন পর্যন্ত চলবে। ঈদ শেষে ঢাকা ফিরতের অগ্রীম টিকিট বিক্রি হবে ২৫ থেকে ২৯ আগষ্ট পর্যন্ত। যারা ২২ তারিখে টিকিট কাটবে তারা ৩১ তারিখে রওনা হবেন।
এছাড়া ঈদ যদি ৩ তারিখে হয় তাহলে একদিন ছুটি বাড়ে। সেইদিন সাভাবিক নিয়মেই টিকিট পাওয়া যাবে।
রেলের মহা পরিচালক আমজাদ হোসেন । একজন যাত্রী সর্বোচ্চ ৪ টা টিকিট কিনতে পারবে। টিকিট বিক্রি হবে কমলাপুর স্টেশনের কাউন্টার থেকে। ঈদ উপলক্ষে ২৩টা কাউন্টার করা হয়েছে। এর মধ্যে ২ টা কাউন্টার হবে শুধুমাত্র মহিলাদের জন্য।
ইদুল আজাহার দন। কোন আন্তনগর ট্রেন চলাচল করবে না। তবে বিশেষ ব্যবস্থায় কিছু মেইল ও এক্সপ্রেস ৫টি ট্রেন চলবে। ট্রেন শুষ্ঠুভাবে চালানোর জন্য সংস্লিষ্ট রেলওয়ের কর্মকর্তা কর্মচারীদের ২৮ আগষ্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত সবার ছুটি বাতিল করা হয়েছে।