g হেনস্থার শিকার মইন আলী! | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ৫ই আগস্ট, ২০১৭ ইং ২১শে শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

হেনস্থার শিকার মইন আলী!

AmaderBrahmanbaria.COM
আগস্ট ৪, ২০১৭

---

স্পোর্টস ডেস্ক :হেনস্থার শিকার হলেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মইন আলি। তবে এবার নিজ ধর্মের লোকদের কাছেই। নিলামের জন্য ভিভ রিচার্ডসের পোর্টেট এঁকেছিলেন মইন। সেই ছবিই সোশ্যাল সাইট টুইটারে পোষ্ট করেন। আর তাতেই কাল হয়ে দাঁড়ালো।

ছবিটি পোষ্ট করা মাত্রই তার একজন ফলোয়ার বলেন, ‘তুমি কি জানো না ইসলামে এই ধরনের ছবি আঁকা নিষেধ?। ‘ আরেকজন মন্তব্য করেন, ‘ইসলামে ছবি আঁকা নিষেধ। তুমি টাকা তোলার জন্য অন্য কিছু করতে পারলে না। ‘ একজন তো বলেই দেন,’ইসলামে ছবি আঁকা অপরাধ! এর ফল তোমাকে ভোগ করতে হবে।

সত্যিকার অর্থে, অনলাইনে কিছু মানুষ অযথা সময় ব্যয় করে কে কী করল সেটা নিয়ে চর্চা করার জন্য। বেশ কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় দাবা খেলার ছবি দিয়ে হেনস্থার স্বীকায় হয়েছিলেন ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ। মঈনের এই ঘটনার পর প্রশ্ন উঠেছে, দাবা খেলা, ছবি আঁকার পর হয়ত এবার দৈনন্দিন কাজকর্মের উপরও কি এবার নিষেধাজ্ঞা নেমে আসবে। মানুষ সুস্থ, সৃজনশীল আর বুদ্ধিবৃত্তিক কোনো কাজ কি করতে পারবে না?