g রেলমন্ত্রীর কন্যা প্রধানমন্ত্রীর কোলে | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ৫ই আগস্ট, ২০১৭ ইং ২১শে শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

রেলমন্ত্রীর কন্যা প্রধানমন্ত্রীর কোলে

AmaderBrahmanbaria.COM
আগস্ট ৩, ২০১৭

---

প্রধানমন্ত্রীর কোলে রেলমন্ত্রী মুজিবুল হকের কন্যার ছবি সম্প্রতি সোশাল মিডিয়াগুলোতে আলোড়ন সৃষ্টি করেছে।

ছবিতে দেখা যাচ্ছে মুজিবুল হকের কন্যা প্রধানমন্ত্রীর কোলে খেলা করছে। এসময় প্রধানমন্ত্রীর ডানে দাঁড়িয়ে ছিলেন মুজিবুল হকের স্ত্রী হনুফা আক্তার রিক্তা ও বামে ছিলেন রেলমন্ত্রী।

উল্লেখ্য, ছবিটি কখন তোলা হয়েছে তা জানা যায় নি।

এ বছরের ২৮ মে বেলা পৌনে তিনটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে রেলমন্ত্রীর স্ত্রী হনুফা আক্তার রিক্তা কন্যাসন্তানের জন্ম দেন। জানতে চাইলে রেলমন্ত্রী তখন বলেন, ‘আল্লাহর রহমতে মেয়েসন্তানের বাবা হয়েছি, সবার দোয়া চাই। ধর্মীয় রীতি অনুযায়ী মিলাদ দিয়ে মেয়ের নাম রাখব।’

৩০ মে সোমবার মন্ত্রিসভার সদস্যদের মিষ্টিমুখ করান রেলপথমন্ত্রী মুজিবুল হক। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে রেলমন্ত্রী সবাইকে মিষ্টিমুখ করিয়েছিলেন। মন্ত্রিসভার সদস্যরা সবাই তাঁকে অভিনন্দন জানান।

সে সময় বৈঠকের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলমন্ত্রীর কাছে জানতে চান, নবজাতকের নাম রাখা হয়েছে কি না। জবাবে রেলমন্ত্রী বলেন, ‘এটা আপনার জন্য রেখে দিয়েছি।’ প্রধানমন্ত্রী তখন বলেন, নাম রাখার দায়িত্বটা মা–বাবার।

২০১৪ সালের ৩১ অক্টোবর রেলমন্ত্রী মুজিবুল হক ৬৭ বছর বয়সে কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের মীরাখলা গ্রামের ৩২ বছর বয়সী হনুফা আক্তারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ৬৭ বছরে চিরকুমার থেকে মুজিবুল হকের বিয়ের বিষয়টি ওই সময় বেশ আলোচিত ছিল।

১৯৯৬, ২০০৮ ও ২০১৪ সালে মুজিবুল হক চৌদ্দগ্রাম থেকে সাংসদ নির্বাচিত হন। ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর থেকে তিনি রেলপথমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। মন্ত্রীর স্ত্রী হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশ লিমিটেডের আইন উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন।

এ জাতীয় আরও খবর